হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেওয়ার বৈশিষ্ট্য বন্ধ হয়ে গেছে
এখন থেকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেওয়ার দিন শেষ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেওয়ার বৈশিষ্ট্য বন্ধ করে দিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীদের কথা চিন্তা করে মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp প্রায়শই নতুন নতুন বৈশিষ্ট্য আনার চেষ্টা করে।
![]() |
হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেওয়ার বৈশিষ্ট্য বন্ধ হয়ে গেছে |
বলা হয়ে থাকে হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেড। ব্যবহারকারীদের কথা চিন্তা করে তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য হোয়াটসঅ্যাপে ছিল এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এর পরেও ব্যাবহারকারীরা ব্যাক্তিগত চ্যাটের স্ক্রিনশট নিয়ে ফায়দা নেন।
এখন মেটা আরো নতুন নতুন ফিচার / বৈশিষ্ট্য যুক্ত করছে হোয়াটসঅ্যাপে। ব্যাবহারকারীরা ব্যাক্তিগত চ্যাটের পাশাপাশি ফাইল, অফিসিয়াল বার্তা, ইত্যাদি সকল কিছু ব্যবহার করছে।
গননা অনুযায়ী, দিনে প্রায় কয়েক শ কোটি মানুষ তাদের নিজের প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপটি ব্যাবহার করে থাকে।
হোয়াটসঅ্যাপের সুবিধা অনেক। ফলে দিন দিন এই অ্যাপের ব্যাবহার বেড়ে থাকে। তাই মেটা ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে জোর দিচ্ছে।
আমাদের অনেক সময় দরকার হয় কাউকে মেসেজ পাঠানোর পর সেটি ডিলিট করে দেওয়া। অর্থাৎ মেসেজটি শুধুমাত্র কাউকে একবারই দেখানোর দরকার।
তাই হোয়াটসঅ্যাপ 'ভিউ ওয়ান' মেসেজ অপশন চালু করেছে। আপনার পাঠানো 'ভিউ ওয়ান' বার্তাটি প্রাপক একবারই দেখতে পাবেন। তারপর নিজেই মুছে যাবে। এটি গ্যালারি বা ফোন কোথাও সংরক্ষণ করা হবে না। প্রাপক এমনকি এটি ফরওয়ার্ড করতে পারবেন না।
এইভাবে সব কিছু শেয়ার করা যাবে খুব সহজে ছবি থেকে শুরু করে ডকুমেন্ট, ফাইল ইত্যাদি। কিন্তু এরপরেও ব্যাবহারকারীরা চাইলে ঐ বার্তা গুলি স্ক্রিনশটও তুলে রাখতে পারত। বিশেষ করে ব্ল্যাকমেলিংয়ের কাজে এইটি ব্যাবহার করা হতো। তবে এখন থেকে আর সম্ভব না।
এখন থেকে আপনি যদি ‘ভিউ ওয়ানস' বিকল্পটি নির্বাচন করে একটি বার্তা পাঠান তবে কেউ এটির স্ক্রিনশট নিতে পারবেন না।