Super Meteor 650 কে টেক্কা দিতে বাজারে আসছে চীনের Benda LFC700 এই দুর্দান্ত ক্রুজার বাইক

ভারতের বাজারে আসছে Benda LFC700 এই দুর্দান্ত ক্রুজার বাইক, Royal Enfield Super Meteor 650 এই গাড়িটি কে টেক্কা দিতে নতুন দুর্দান্ত ক্রুজার বাইকটি বাজারে আসছে।

Super Meteor 650 কে টেক্কা দিতে বাজারে আসছে চীনের Benda LFC700 এই দুর্দান্ত ক্রুজার বাইক
Super Meteor 650 কে টেক্কা দিতে বাজারে আসছে চীনের Benda LFC700 এই দুর্দান্ত ক্রুজার বাইক
খুব শীঘ্রই জনপ্রিয় ক্রুজার বাইক Benda LFC700 পাওয়া যাবে ভারতের বাজারে। মহাবীর গ্রুপের অধীনে 'আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া'-এর মাধ্যমে বেশ কিছু বিদেশী বাইক নির্মাতা ভারতের মাটিতে প্রবেশ করেছে আর সেই জনপ্রিয় বাইক নির্মাতা তালিকায় রয়েছে চীনা কোম্পানি 'ব্লেন্ডা'। তারা 2023 অটো-এক্সপোতে উপস্থিত হয়েছিল।
2023 অটো-এক্সপোতে অনেক বাইক উপস্থিত ছিল। এই বাইক গুলির মধ্যে অন্যতম একটি বাইক হলো মধ্যম ওজনের ক্রুজার বাইক 'LFC700'। এই ছাড়াও আরো জানা গেছে এই বাইকের সবচেয়ে হাইলাইট করা অংশ হল এর ইঞ্জিন। শক্তিশালী 680 সিসি ফোর-সিলিন্ডার ইঞ্জিন 11,000 rpm-এ সর্বাধিক 91 bhp শক্তি এবং 8,500 rpm-এ সর্বাধিক 63 Nm টর্ক উত্পাদন করতে সক্ষম এই বাইকে।

এই ছাড়াও আরো জানা গেছে, LFC700 এই বাইকের প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ হবে ১৯৫ কিলোমিটার। এই গাড়িটিতে যুক্ত রয়েছে ২০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। ৬ ধাপযুক্ত গিয়ারবক্স ও রয়েছে এই বাইকে।
বাইকটির সামনের টারবাইন এবং চোঙাকৃতি এলইডি হেডল্যাম্প এর মতো তার কভার। চীনের বাজারে এই মডেলের দাম ৫.৫৭ লাখ টাকা। তবে বাংলাদেশে এবং ভারতের বাজারে এই মডেলের বাইকের দাম কত হবে সেটি জানা যায় নি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ