৯ জানুয়ারি Realme 10 4G এই ফোনটি লঞ্চ করা হবে

রিয়েলমি কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। এই নতুন স্মার্টফোনটি হলো ( রিয়েলমি ১০ ৪জি ) Realme 10 4G। এই নতুন স্মার্টফোনটি লঞ্চ করার আগে কোম্পানি আরো দুইটি ফোন লঞ্চ করেছিল সেইগুলি হলো Realme 10 Pro এবং Realme 10 Pro +। বর্তমানে এই দুইটি ফোনে 5G প্রস্তুত।

৯ জানুয়ারি Realme 10 4G এই ফোনটি লঞ্চ করা হবে
৯ জানুয়ারি Realme 10 4G এই ফোনটি লঞ্চ করা হবে

ফোনটি কবে লঞ্চ হবে?

ভারতে ৯ জানুয়ারি ( Realme 10 4G ) এই নতুন ফোনটি লঞ্চ হবে বলে জানিয়েছে Realme তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে। আরো জানিয়েছে এই ফোনটি দুপুর ১২:৩০ টায় লঞ্চ হবে।

Realme 10 4G এর স্পেসিফিকেশন

90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.4-ইঞ্চি FHD+ সুপার AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে এই ফোনে। এই ফোনে MediaTek Helio G99 প্রসেসর পাওয়া যাবে, যা 8GB + 8GB ডায়নামিক র‍্যামের সাথে যুক্ত হবে। 50MP প্রধান ক্যামেরা এবং একটি 2MP B&W ক্যামেরা থাকতে পারে এই নতুন ফোনে। এই ছাড়াও এই ফোনে থাকবে Realme 10-এ 5,000mAh ব্যাটারি। 33W VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট এবং USB Type-C চার্জিং সহ লঞ্চ করা হবে এই ফোনটি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ