OPPO A77s বাংলাদেশে লঞ্চ হয়েছে
Oppo কোম্পানি তাদের A সিরিজের ফোন অর্থাৎ OPPO A77s ফোন বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। OPPO A77s এই ফোনটি অনেক আগেই থাইল্যান্ডে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। ফোনটি গত মাসে এশিয়ার কয়েকটি বাজারে লঞ্চ করার ঘোষণা দেওয়া হয়েছিল।
![]() |
OPPO A77s বাংলাদেশে লঞ্চ হয়েছে |
কোম্পানি ৮ জিবি রেম, ৫০ এম্পি ক্যামেরা এবং ৫,০০০ এম-এ-এইচ ব্যাটারি সহ ফোনটি লঞ্চ করেছে। Oppo A77s হল সাম্প্রতিক মিড-রেঞ্জ স্মার্টফোন যা স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দিয়ে সজ্জিত।
OPPO A77s স্পেসিফিকেশন
OPPO A77s-এ রয়েছে ৩৩ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং, ৬.৫৬-ইঞ্চি ওয়াটারড্রপ নচ HD+ ডিসপ্লে, ৫,০০০ এম-এ-এইচ mAh ব্যাটারি, ৫০ এম্পি রিয়ার ক্যামেরা, ২ এম্পি গভীরতার ক্যামেরা, ৯০ এইচ-জেট রিফ্রেশ রেট এবং ৮ এম্পি ফ্রন্ট ক্যামেরা। এগুলো ছাড়াও ফোনটিতে থাকবে ডুয়াল স্পিকার, এক্সপান্ডেবল স্টোরেজ এবং IPX4 ওয়াটার রেজিস্ট্যান্স।
OPPO A77s এই ফোনটি দুটি রঙে পাওয়া যাবে; তারাময় কালো এবং সূর্যাস্ত কমলা। তবে বাংলাদেশে OPPO A77s ফোনের দাম মাত্র ২৪,৯৯০ টাকা।