দুই বছর পর আবার লাস ভেগাসে প্রযুক্তি পণ্যের সবচেয়ে বড় মেলা
দুই বছর পর আবার লাস ভেগাসে প্রযুক্তি পণ্যের সবচেয়ে বড় মেলা , বিস্তারিত দেখে নিন। প্রযুক্তি ভক্তদের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। 5 থেকে 8 জানুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) অনুষ্ঠিত হচ্ছে।
![]() |
দুই বছর পর আবার লাস ভেগাসে প্রযুক্তি পণ্যের সবচেয়ে বড় মেলা |
2020 সালের পর বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স পণ্যের এই প্রদর্শনীটি সাসরি দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সারা বছর কী ধরনের পণ্য আনবে তার ধারণা পাওয়া যাচ্ছে সিইএস থেকে। এই বছরের প্রদর্শনীর থিম মানব নিরাপত্তা, যা খাদ্য বা স্বাস্থ্যসেবার মানুষের অ্যাক্সেসকে নির্দেশ করে।
এবারের মেলায় এখন পর্যন্ত দুই হাজার ৮শ’র বেশি কোম্পানি নিবন্ধন করেছে। এর মধ্যে রয়েছে Samsung, Amazon, Google, LG, Panasonic, Microsoft, Sony এবং Asus এর মতো বড় বড় কোম্পানীর নাম। তবে নেই অ্যাপল কম্পিউটার নাম। যাইহোক জানা গেছে, ছোট কোম্পানি ও এতে অংশ নেবে। তবে গর্ভের বিষয় বাংলাদেশ থেকে এই প্রথম ওয়ালটন প্রথম কোম্পানি হিসেবে অংশগ্রহণ করছে।