দেশের বাজারে ফিচার ফোন এনেছে ডিজো
দেশের বাজারে ফিচার ফোন এনেছে ডিজো। এই Realme সাব-ব্র্যান্ড ফোনটি দেশীয় কোম্পানি Celextra Limited দ্বারা বাজারজাত করা হচ্ছে। বাজারে বিক্রি শুরু হয়েছে Dizo Star 400 মডেলের ফোন।
![]() |
দেশের বাজারে ফিচার ফোন এনেছে ডিজো |
এই ফিচার ফোনটিতে রয়েছে 32MB RAM এবং 32MB ইন্টারনাল স্টোরেজ। Dizo Star 400 ফোনটিতে একটি অতিরিক্ত 64 জিবি মেমরি কার্ড সমর্থিত। 1430 mAh ব্যাটারি রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে।
এই ফোনে রয়েছে কল রেকর্ডিং সুবিধা। তবে অনেক ধরনের ফিচার ফোনে সাধারণত কল রেকর্ডিং সুবিধা থাকে না। এছাড়াও, এই ফোনে সর্বোচ্চ ১০০০টি পরিচিতি / কন্টাক্ট এটিতে সংরক্ষণ করা যেতে পারে। এই ফোনে ০.০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে সাথে ফ্ল্যাশ লাইট ও রয়েছে ।
ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে: নীল, কালো এবং সবুজ। Dizo Star 400 এই ফিচার ফোনটির দাম বাংলাদেশি টাকায় ২ হাজার ৯৯ টাকা। এই ফোনে রয়েছে ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।