কোকাকোলা বাজারে প্রথম স্মার্টফোন লঞ্চ করবে
কোকাকোলা আশা করি সবাই চিনেন। বেভারেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকায় বিশ্বখ্যাত কোকাকোলা। আশা করি আপনি কোকাকোলা খেয়েছেন। এইবার চাইলে আপনি কোকাকোলা ফোন ও কিনতে পারবেন।
![]() |
কোকাকোলা বাজারে প্রথম স্মার্টফোন লঞ্চ করবে |
জানা গেছে, বিশ্বখ্যাত কোকাকোলা কোম্পানি বাজারে তাদের নতুন স্মার্টফোন আনবে। নতুন এই ফোনের সম্ভাব্য ছবি ও কনফিগারেশন অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হলেও এখন পর্যন্ত জানা যায়নি এই ফোনের নাম কি। এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেন্সর দেখা গেছে। এই ছাড়াও এই ফোনে পিছনের অংশে লালচে রঙের শেড দেখা গিয়েছে। এই ফোনের ভলিউম বাটনটি দেখা গেছে ডান দিকে।
কোকাকোলা বাজারে প্রথম স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গেছে তবে ফোনের নাম এবং ফোনটির দাম কত হতে পারে সেই সম্পর্কে কোন তথ্য জানা যায়নি এখন পর্যন্ত। তবে কোকাকোলা এই নতুন ফোনটি রিয়েলমি ১০ ৪জি ফোনের মতো হতে পারে বলা আশা করা যায়।
শুধু মাত্র জানা গেছে, ফোনের পেছনে রয়েছে কোকাকোলার ব্র্যান্ডিং লোগো / স্টিকার। রিয়েলমি ১০ ৪জি ফোনের রি-ব্র্যান্ডেড ভার্সন হিসেবে এই নতুন ফোনটি আসতে পারে বলে জানা গেছে। জানা গেছে বিশ্বখ্যাত বেভারেজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো একটি স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে মিলে এই নতুন ফোনটি তৈরি করেছে।
২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে এই ফোন বাজারে প্রকাশ করবে বলে জানিয়েছে, টিপস্টার মুকুল শর্মা।
আরো পড়ুনঃ কম দামে কিস্তিতে গাড়ি কিনুন।
যদি এইসব সকল তথ্য সঠিক হয়ে থাকে তাহলে কোকাকোলার নতুন এই ফোনটি রিয়েলমি ১০ ৪জি ফোনের সাথে অনেকটা মিল থাকবে। ফিচার, ডিজাইন, স্টোরেজ ইত্যাদি সকল কিছু মিল থাকবে বলে আশা করা যায়। যদি এমন হয় তাহলে ৬.৪ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে এবং হেলিও জি৯৯ প্রসেসর ও মিল থাকবে বলে আশা করা যায়। আপনারা কোকাকোলার এই নতুন ফোনটির সম্পর্কে কিছু জেনে থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।