10000 টাকার কম দামে Infinix Note 12i এই ফোনটি পাওয়া যাবে
25 ই জানুয়ারি 2023 বুধবার 10000 টাকার কম দামে 50MP রিয়ার ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ Infinix Note 12i নামের এই ফোনটি লঞ্চ হয়েছে। নতুন এই ফোনটি 9999 টাকার প্রারম্ভিক মূল্যের সাথে বাজারে নিয়ে এসেছে কোম্পানি।
![]() |
10000 টাকার কম দামে Infinix Note 12i এই ফোনটি পাওয়া যাবে |
50MP রিয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং MediaTek Helio G85 প্রসেসর পাওয়া যাবে Infinix Note 12i নতুন এই ফোনটিতে। Infinix মোবাইলের Note সিরিজের আসা কোম্পানির Infinix Note 12i ফোনটি সর্বশেষ স্মার্টফোন। অর্থাৎ এইটি কোম্পানীর নতুন স্মার্টফোন।
আরো পড়ুনঃ ফজরের আজান দেওয়ার নিয়ম।
ভারতীয় বাজারে এই ফোনটি 10,000 টাকার কম দামে লঞ্চ করেছে কোম্পানি। আপনি এই নতুন ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং MediaTek Helio G85 প্রসেসর পাবেন। 4GB LPPDDR4x RAM এবং 64GB স্টোরেজ সহ এই ফোনটি পাওয়া যাবে। 50MP রিয়ার ক্যামেরার সাথে এই ফোনে 8MP ক্যামেরার সেলফি ক্যামেরাও পাওয়া যাচ্ছে। 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এই ফোনে স্টেরিও স্পিকার ডুয়াল 4G VoLTE, 3.5mm অডিও জ্যাক, Wi-Fi 802.11 AC, GPS, Bluetooth 5 ইত্যাদি রয়েছে।
আরো পড়ুনঃ খালি পেটে আমলকি খান সাস্থের জন্য।
ফোনটির দামের কথা বললে, Infinix Note 12i এই ফোনটিতে ভারতের বাজারে 9,999 টাকায় পাওয়া যাবে। ফোনটি বাংলাদেশী টাকায় 13,000 টাকায় পাওয়া যাবে। তবে বর্তমানে বাংলাদেশের বাজারে ফোনটি এই দামে কেন যাবে না।
তবে সু-খবর হচ্ছে আপনি চাইলে 30 জানুয়ারি থেকে Flipkart-এর মাধ্যমে Infinix Note 12i কিনতে পারবেন। Infinix Note 12i এই ফোনটি দুটি রঙের বিকল্পে দেওয়া হচ্ছে - ফোর্স ব্ল্যাক এবং মেটাভার্স ব্লু।