ব্যাবহারকারীরা চাইলে টুইটের ভিউ কাউন্ট বন্ধ করে দিতে পারবে
ব্যাবহারকারীরা চাইলে টুইটের ভিউ কাউন্ট বন্ধ করে দিতে পারবে, বিস্তারিত জানুন। কতজন লোক পোস্ট করা টুইট (টুইটারে বার্তা) দেখেছে তা জানার সুযোগ দেওয়ার জন্য টুইটার ২২ ডিসেম্বর টুইট ভিউ কাউন্ট বৈশিষ্ট্যটি চালু করেছে। আশা করি সবাই এই বিষয়ে জানি। কিন্তু এই সুবিধা চালু হওয়ার পরপরই ছোট ব্লগ লেখার সাইটটিকে বেশ কিছু ব্যবহারকারীর কাছ থেকে বিরূপ মন্তব্য শুনতে হয়। অনেকেই বলেছেন / দাবি করেছেন এই নতুন বৈশিষ্ট্যের সুবিধা অকার্যকর।
![]() |
ব্যাবহারকারীরা চাইলে টুইটের ভিউ কাউন্ট বন্ধ করে দিতে পারবে |
জানা গেছে, টুইটার ব্যবহারকারীদের নেতিবাচক মন্তব্যের কারণে টুইট ভিউ কাউন্ট সুবিধা বন্ধ করার সুযোগ দেবে। যার ফলে ব্যবহারকারীরা চাইলে ভবিষ্যতে খুব সহজে টুইটের ভিউ কাউন্ট সুবিধা বন্ধ করে দিতে পারেন। নোট করুন যে টুইটের ভিউ কাউন্ট বৈশিষ্ট্যটি আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলমান ফোনগুলিতে ব্যবহার করা যেতে পারে। টুইটার এর জন্য টুইটার অ্যাপে ভিউ কাউন্ট আইকনও যুক্ত করেছে।
সূত্র: এনডিটিভি