টুইটারে চালু করছে ভিউ কাউন্ট ফিচার
ভিউ কাউন্ট নতুন এই বৈশিষ্ট চালু করবে টুইটারে। টুইটারের মালিক এলন মাস্ক নতুন ঘোষনা দেন টুইটারে ভিউ কাউন্ট বৈশিষ্ট্যটি প্রবর্তন করছে। ভিউ কাউন্ট টির কাজ এমন, কোন ব্যবহারকারীর টুইট অন্যরা কতোবার দেখেছেন এটি ভিউ হিসেবে কাউন্ট হবে। এই ছাড়াও নিজে টুইট নিজে দেখলেও এইটিও ভিউ হিসেবে কাউন্ট হবে।

বর্তমানে iOS এবং Android এই দুইটির মাধম্যে দেখা যাবে টুইটের ভিউ সংখ্যা, কিন্তু চিন্তার কোন কারন নেই খুব শীঘ্রই ওয়েব সংস্করণেও উপলব্ধ হবে বলে জানিয়েছেন। টুইটারের এই বৈশিষ্টটি অনেক সুবিধা হবে।
একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, এই ভিউ কাউন্টারটি দেখা যাবে ব্যবহারকারী টুইটার অ্যাপের রিটুইট, লাইক, এবং কমেন্ট অপশনের পাশে। এই সময় টুইটার অনেক বিতর্কিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর এইসব বিতর্কগুলিকে একপাশে রেখে টুইটার তার ব্যবহারকারীদের জন্য অনেক নতুন নতুন সুবিধা চালু করছে। জানা গেছে ভবিষ্যতে আরো নতুন নতুন বৈশিষ্ট চালু হবে খুব শীগ্রই।
আরো পড়ুনঃ বাচ্চাকে দুধ খাওয়ানোর দোয়া।
যাইহোক ভিউ কাউন্টার এই নতুন ফিচার ছাড়াও, টুইটারে ব্যবসার জন্য একটি নতুন নীল সাবস্ক্রিপশন চালু করেছে বলে জানা গেছে। যাইহোক এলন মাস্ক টুইটার কিনার পর থেকে বিভিন্ন ভাবে আলোচিত হয়, কিছু দিন আগে এলন মাস্ক একটি পোল তৈরি করে টুইটার ব্যবহারকারীদের থেকে জিজ্ঞাসা করেছিল তিনি ভবিষ্যতে কোম্পানির সিইও থাকবেন কিনা। তার এই প্রশ্নে প্রায় ৫০ শতাংশের বেশি মানুষ তাকে সিইও থেকে অপসারণের পক্ষে ভোট দিয়েছেন।
যাইহোক টুইটারে চালু করছে ভিউ কাউন্ট ফিচার এই টি আপনাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন।