শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy S22 FE এই ফোনটি
শুনা গেছে যে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Samsung Galaxy S22 FE এই ফোনটি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হবে বলে জানিয়েছে। আশা করা যদি এই ফোনটি লঞ্চ হয় তাহলে খুব দ্রুত বাংলাদেশ বাজারেও চলে আসবে। তাহলে জেনে নেওয়া যাক কখন, কোথায় এবং কিভাবে Samsung Galaxy S22 FE এই ফোনটি লঞ্চ হবে।
![]() |
শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy S22 FE এই ফোনটি |
বিভিন্ন ওয়েবসাইট এবং একজন টিপস্টার থেকে জানা গেছে যে, Galaxy S23 সিরিজ লঞ্চ করার পরে Galaxy S22 Fan Edition (FE) স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে স্যামসাং কোম্পানি। আরো জানা গেছে ১ ফেব্রুয়ারি, ২০২৩- এ মার্কিন যুক্তরাষ্ট্রে Galaxy S22 FE এই ফোনটি লঞ্চ করবে। তাহলে এখন জানা যাক এই ফোনটির বিস্তারিত তথ্য।
Samsung Galaxy S22 FE রিভিউ
Samsung Galaxy S22 FE এই ফোনটিতে নতুন স্যামসাং প্রসেসর ব্যাবহার করা যেতে পারে। এই ছাড়াই একটি ক্যামেরা সেন্সর সহ চালু করা যেতে পারে। কোম্পানী থেকে বলা হয়েছে এই ফোনে একটি Exynos 2300 4nm চিপসেট থাকতে পারে। এই ফোনটিতে Samsung 108MP HM6 সেন্সর ক্যামেরা থাকতে পারে। তবে কোম্পানি থেকে এখনো জানানো হয় নি ডিভাইসটি 5G কানেক্টিভিটির হবে কিনা।
আরো পড়ুনঃ
ডুয়াল সিম ব্যাবহার করা যাবে Samsung Galaxy S22 FE ফোনে। ৮ জিবি রেম এবং ২৫৬ জিবি রোম থাকবে এই ফোনে। এই ফোনে ব্যাটারী অনেক শক্তিশালি হবে কারন এই ফোনে 5000 mAh ব্যাটারি ব্যাবহার করা হবে।
বাংলাদেশে Samsung Galaxy S22 FE এর দাম
বাংলাদেশে Samsung Galaxy S22 FE এর দাম ৮০-৯০ হাজার টাকা মতো হতে পারে (বিভিন্ন মিডিয়া থেকে জানা গেছে)। তবে আমাদের মতে এই ফোনটির দাম ৬০ হাজার টাকার নিচে হবে। এই ফোনটি এখনো লঞ্চ করা হয়নি তাই এর আসল প্রাইস এখনো জানা সম্ভব হয় নি। যখন এই Samsung Galaxy S22 FE এই ফোনটি লঞ্চ করবে তখন আমরা নতুন আর্টিকেল এর মাধ্যমে জানিয়ে দিব তার জন্য সাথেই থাকুন।
Samsung Galaxy S22 FE - FAQ
বাংলাদেশে Samsung Galaxy S22 FE এর দাম কত?
বাংলাদেশে Samsung Galaxy S22 FE এর দাম এখনো সঠিক ভাবে জানা যায় নি। এই ফোনটি ফেব্রুয়ারী তে লঞ্চ হওয়ার পর এই ফোনটি সঠিক দাম জানা যাবে। আমরা যতটুকু শুনেছি Samsung Galaxy S22 FE এর দাম ৮০-৯০ হাজার টাকা কাছাকছি।
Samsung S22 Fe-এ কি ডুয়াল সিম রয়েছে?
হ্যা, Samsung S22 Fe-এ ডুয়াল সিম রয়েছে। ডুয়াল সিম মডেল: দুটি ন্যানো সিম।
Samsung S22 Fe কি কিনলে ভালো হবে?
হ্যা, Samsung S22 Fe এই ফোনটি কেন যেতে পারে। এইটি অনেক ভালো মানের একটি ফোন। কারন স্যামসাং কোম্পানীর এটি নতুন মডেলের একটি ফোন। তাই এই ফোনে ভালো সুবিধা পাওয়া যাবে।
Fe মানে কি?
FE মানে (Fan Edition) ফ্যান এডিশন।