কিভাবে ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন

কিভাবে ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন, এই বিষয়ে জানতে পারবেন এইখানে। আমরা এইখানে কিছু উপায় বলেছি এই পদ্ধতি অনুসরণ করুন, তাহলে আপনিও পারবেন। প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের কথা চিন্তা করে নতুন নতুন বৈশিষ্ট্যের আপডেট নিয়ে আসে।

কিভাবে ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন
কিভাবে ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন
ঠিক কয়েক বছর আগে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য ডেস্কটপ এর মাধ্যমে ভিডিও কল করার বৈশিষ্ট্য চালু করেছে। এখন চাইলে ব্যবহারকারীরা ওয়েবের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপে কল করতে পারেন। তবে আপনাদের জানিয়ে রাখি এই অ্যাপটি মাইক্রোসফ্ট স্টোর বা ম্যাক অ্যাপ স্টোরে জন্য উপলব্ধ। তাহলে জেনে নিন কিভাবে ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন।

কোন ডিভাইসগুলিতে এই অ্যাপটি ব্যাবহার করা যাবে?

এই অ্যাপটি MacOS X 10.10 এবং এই মডেলের উপর যত ডিভাইস আছে তাদের জন্য। এই ছাড়াও যারা Windows 10 ইউজ করে এবং এই মডেলের উপর যত ডিভাইস আছে এই ডিভাইসগুলির জন্য উপলব্ধ।

এক কথায় বলতে গেলে MacOS X 10.10 এবং Windows 10 এই ডিভাইস গুলি এবং তার উপর যত ডিভাইস আছে তাদের জন্য উপলব্ধ।

আরো পড়ুনঃ


তাই এই ডিভাইস গুলির মাধ্যমে বিনামূল্যে WhatsApp ভয়েস এবং ভিডিও কল করতে Microsoft স্টোর বা ম্যাক অ্যাপ স্টোর থেকে WhatsApp অ্যাপটি ইনস্টল করুন।

কিভাবে ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন

ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার দুইটি উপায় রয়েছে। একটি হলো অ্যাপের মাধম্যে আরেকটি হলো ওয়েব এর মাধম্যে।

WhatsApp এর পিসি ভার্সন রয়েছে ল্যাপটপ এ ব্যাবহার করার জন্য। আপনি গুগলে সার্চ করে WhatsApp এর পিসি ভার্সন টি ডাউনলোড করে নিন অথবা প্লেস্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

এরপর আপনার ল্যাপটপ এ ইনস্টল করে যেইসব তথ্য দেওয়া লাগে এইসব তথ্য দিয়ে WhatsApp একাউন্ট তৈরি করে নিন এরপর আপনি ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ওয়েবে কীভাবে ভিডিও কল করবেন

প্রথমে ওয়েবে হোয়াটসঅ্যাপ টি ওপেন করুন এরপর লগিং বা একাউন্ট তৈরি করুন। এরপর যার সাথে আপনি কল করতে চান তার চ্যাট খুলুন।

তারপর ভিডিও কল অথবা ভয়েস কল করার জন্য ভিডিও বা ভয়েস আইকনে ক্লিক করুন।

এই ছাড়াও আপনি চাইলে মোবাইলের মতো সমস্ত কিছু করতে পারবেন। যখন আপনারা কথা বলবেন বা কল চলাকালীন মাইক্রোফোন আইকনে ক্লিক করে আপনার মাইক্রোফোনটি মিউট বা আনমিউট করতে পারেন বা ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ক্যামেরা চালু বা বন্ধ করতে পারেন৷

বিস্তারিত জানতে চাইলে নিচের ভিডিওটি দেখে নিতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ