এ বছরে বাংলাদেশে সেরা যেই ৫টি মোটরবাইক মুক্তি পেয়েছে
এ বছরে বাংলাদেশে সেরা যেই ৫টি মোটরবাইক মুক্তি পেয়েছে, জানতে বিস্তারিত দেখতে থাকুন। বাংলাদেশের বাজারে নিয়মিত কিছু না কিছু মডেলের মোটরবাইক লঞ্চ করা হয়ে থাকে। টিক এই বছর অনেক কোম্পানির বিভিন্ন মডেলের মোটর বাইক বাজারে মুক্তি পেয়েছে। তবে তার মধ্যে কিছু সেরা মোটরবাইক থাকে যেইগুলো আমরা আজকে আপনাদের বলে দিব।
![]() |
এ বছরে বাংলাদেশে সেরা যেই ৫টি মোটরবাইক মুক্তি পেয়েছে |
যাইহোক বাংলাদেশে এই বছরে অর্থাৎ ২০২২ সালে যেই মোটরবাইক গুলি মুক্তি পেয়েছে তার মধ্যে সবচাইতে সেরা / শীর্ষ ৫ টি বাইক হলোঃ
- Yamaha FZ-X 150
- TVS Raider 125
- GPX Demon GR165RR
- Lifan KPT 150 4V
- Yamaha R15M V4
এই বছরে সবচাইতে সেরা বাইকের মধ্যে রয়েছে এই ৫ টি বাইক।
Yamaha FZ-X 150: সবার আগে বলে এই গাড়িটির বর্তমান দাম কত সেই সম্পর্কে। Yamaha FZ-X 150 এই গাড়িটির দাম বাংলাদেশে ৳ ৩,৫৭,০০০ টাকা। টাকার দিক দিয়ে এইটি কম হলেও অনেক ভালো এবং এই বছরের জন্য শীর্ষ একটি বাইক। এইটিতে ভয়ঙ্কর চেহারাও পাবেন।
TVS Raider 125: এই বছরের অর্থাৎ ২০২২ সালের প্রথম দিকে TVS Raider 125 বাংলাদেশে মুক্তি পায়। TVS Raider 125 এই বাইকটির দাম বাংলাদেশে ৳ ১,৫০,০০০ টাকা। দামের দিক দিয়ে এইটি অনেক ভালোমানের একটি বাইক।
GPX Demon GR165RR: এই বাইকটি কিছু পুরাতন বাইকের সাথে মিলে যায়। যদিও এইটি দেখতে পুরাতন বাইকের মতো দেখায় তবে এইটি এই বছরের জন্য নতুন বাইক। GPX Demon GR165RR এই বাইকটির দাম বাংলাদেশে ৳ ৩,৬৯,০০০ টাকা।
Lifan KPT 150 4V: এই বছরের সবচেয়ে শক্তিশালী adv গাড়ির মধ্যে রয়েছে Lifan KPT 150 4V এই মডেলের বাইক টি। এই বাইকটির দাম ৳ ৩,৩০,০০০ টাকা।
Yamaha R15M V4: এই বছরের সেরা ৫টি মোটরবাইকের মধ্যে সর্বশেষ যেই বাইকটি রয়েছে সেটি হলো Yamaha R15M V4 এই বাইকটি। Yamaha R15M V4 এই বাইকটির দাম বাংলাদেশে ৳ ৫,৭০,০০০ টাকা। এই গাড়িটির যেমন দাম বেশি, তেমনি অনেক শক্তিশালী একটি গাড়ি।
এই বাইক গুলির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং এই লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন।