হোয়াটসঅ্যাপে নিজেই নিজেকে মেসেজ করার ফিচার চালু করছে
হোয়াটসঅ্যাপে নিজেই নিজেকে মেসেজ করার ফিচার চালু করছে দেখে নিন এইখানে। হোয়াটসঅ্যাপ এখন থেকে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজেকে নিজে মেসেজ করার বৈশিষ্ট্যটি চালু করছে। আসলেই অনেক সুন্দর একটি ফিচার। এখন থেকে মনের সুখে নিজেকেই নিজে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে।
![]() |
হোয়াটসঅ্যাপে নিজেই নিজেকে মেসেজ করার ফিচার চালু করছে |
এই ফিচার না সুবিধাটি প্রাথমিকভাবে একটি বিটা ট্রায়ালের অংশ ছিল, কিন্তু এখন থেকে এইটি সবার জন্য চালু করে দেওয়া হলো। এটি এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি শুধু আপনাকে মেসেজ করতে পারবেন এবং এই মেসেজ টি শুধু আপনিই দেখবেন। অন্য কেউ এই মেসেজ টি দেখতে পারবে না।
তবে এইটি আশ্চর্য কোন বিষয় নয়। এর আগেও টেলিগ্রামে এই সুবিধা রয়েছে। টেলিগ্রামেও আপনি এই রকম বৈশিষ্ট দেখতে পারবেন। এখন এই সুবিধাটি হোয়াটসঅ্যাপ তার গ্রাহক দের জন্য চালু করে দিয়েছে।
আমরা আশা করি হোয়াটসঅ্যাপ এর এই ফিচারের একাধিক সুবিধা লাভ করতে পারবেন ব্যবহারকারীরা। ব্যাক্তিগত নোট হিসেবে এইটি ব্যাবহার করা যেতে পারে। এই ছাড়াই পড়াশুনার, বিভিন্ন হিসাব নিকাশের, নোট করা যাবে।