ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই ২২ এস আসলো বাংলাদেশে

বাংলাদেশে এখন থেকে পাওয়া যাবে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই ২২ এস (Vivo y22s)। ভিভো ওয়াই ২২ এস এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২১ হাজার ৯৯৯ টাকা। ফোনটিতে পাওয়া যাবে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম। যেহেতু ভিভো ওয়াই ২২ এস এই ফোনটি গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশে নতুন লঞ্চ করেছে তাই অনেক ফিচার পাওয়া যাবে এই ফোনটিতে।

ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই ২২ এস আসলো বাংলাদেশে
ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই ২২ এস আসলো বাংলাদেশে

ভিভো ওয়াই ২২ এস এই ফোনটি পাওয়া যাবে স্টারলিট ব্লু ও সামার সিয়ান-এই দুটি রঙে। এই ফোনটিতে আল্ট্রা গেম মোডের পাশাপাশি আরো রয়েছে মাল্টি-টারবো ৫.৫। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে এই ফোনটিতে।

এই ফোনটিতে সুপার নাইট মোড সুবিধা রয়েছে এই ছাড়াও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চলে এই ফোনটি। আপনি যদি ৩০ হাজার টাকার নিচে ফোন কিনতে চান তাহলে সেরা 4G স্মার্টফোনটি আপনার জন্য।

Free Fire, PUBG MOBILE সকল ধরনের গেম খেলা যাবে এই ফোনটিতে। সাথে থাকছে ৫০ এমপি প্রাথমিক ক্যামেরা সহ একটি ডুয়াল-ক্যামরা এবং ভাল নেটওয়ার্ক সুবিধা।

ব্যাটারিঃ ভিভো ওয়াই ২২ এস এই ফোনটিতে Li-Polymer 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনের সাহায্যে ১২৫ ঘণ্টা ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং 15 ঘন্টা নেট ব্রাউজিং পেতে পারেন। এই ফোনে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং যার সাহায্যে দুই ঘণ্টায় সম্পূর্ন চার্জ হওয়া সম্ভব।

নেটওয়ার্কঃ ভিভো ওয়াই ২২ এস এই ফোনে ২ জি / ৩ জি / ৪ জি নেটওয়ার্ক এর সুবিধা রয়েছে। এই ছাড়াও GPRS এবং EDGE সুবিধাও রয়েছে।

ক্যামেরাঃ ৫০ এমপি + ২ এমপি ক্যামেরা রয়েছে ফোনটির পিছনে। যার সাহায্যে আপনি খুব সুন্দর ভাবে ছবি তুলতে পারবেন। সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটির সাহায্যে। ফোনটিতে একটি ৮ এমপি সেলফি ক্যামেরা রয়েছে।

আরো পড়ুনঃ

বাংলাদেশে vivo y22s এর দাম কত?

বাংলাদেশে vivo y22s এর দাম ২১,৯৯৯ টাকা। আমরা আশা করি এই ফোনটি আপনার জন্য ভালো হবে। কারন নতুন ফোনে ভালো ফিচার পাওয়া যায়। এবং সব দিক দিয়ে মোটামুটি ভালো বলা যাই এই ফোনটি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ