টুইটার কর্মীরা কাজ করতে চাই না, ইলন মাস্ককে উল্টো হুমকি
টুইটার অফিস বন্ধ করে দিল ইলন মাস্ক। ইলন মাস্ক এর শর্ত সপ্তাহে ( ৭ দিন ) ১২ ঘণ্টা করে কাজ করতে হবে না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে হবে। বিভিন্ন মিডিয়া থেকে জানা গেছে ইলন মাস্ক এর শর্ত মানতে চাই না কর্মীরা।
![]() |
টুইটার কর্মীরা কাজ করতে চাই না, ইলন মাস্ককে উল্টো হুমকি |
ধীরে ধীরে বিপুল সংখ্যক কর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে এখন বন্ধ করতে হয়েছে টুইটার অফিস। সোমবার (২১/১১/২০২২) তারিখ পর্যন্ত সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ইলন মাস্ক।
এক টুইটার কর্মী বিবিসিকে বলেছিল আমি দীর্ঘ সময় কাজ করতে চাই, কিন্তু চাকরি নিয়ে হুমকি দেওয়ার কারনে আমি আর কাজ করতে চান না। তার নাম প্রকাশে অনিচ্ছুক।
ইলন মাস্ক টুইটার কেনার আগে প্রায় সাড়ে সাত হাজার কর্মী ছিল। ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে প্রায় অর্ধেকে নেমে আসে এই সংখ্যা। ধীরে ধীরে কর্মীরা নিজেই থেকে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
অনেক কর্মী জানায় ই–মেইলের মাধ্যমে তিনি আমাদের হুমকি দেই। বলে শুধু অসাধারণ কর্মীদের এখানে কাজ করা উচিত। অনেকে কর্মীরা বলে আমরা সপ্তাহে ৬০ থেকে ৭০ ঘণ্টা কাজ করছিলাম এর পরেও একের পর এক হুমকির ইমেইল আসে। যার ফলে কর্মীরা নিজ থেকে ছেড়ে দেই টুইটারের চাকরি। ধীরে ধীরে বিভিন্ন ইস্যুতে টুইটার কোম্পানিটিতে চরম অস্থিরতা চলছে।