সর্দির ট্যাবলেট এর নাম (sordi tablet name)

সর্দির ট্যাবলেট এর নাম - প্রিয় পাঠক, নিচে আলোচনা করা হলো "sordi tablet name" সম্পর্কে। নিচে ১০ টি সর্দির ট্যাবলেট এর নাম দেওয়া হলো। এই ছাড়াও দেওয়া হলো জ্বরের ট্যাবলেট এর নাম, কাশির সিরাপের নাম (khasi syrup Name), জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম এবং নাকের ড্রপ এর নাম।

সর্দির ট্যাবলেট এর নাম (sordi tablet name)

আমরা নিচে যেই ট্যাবলেট গুলির নাম বললাম সেইগুলি সর্দি-কাশি এবং জ্বরের জন্য অনেক উপকারী। এই ছাড়াও আমরা আলোচনা করেছি কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যায়।

সর্দি-কাশি হলো একপ্রকার ভাইরাস জনিত রোগ। জীবাণু শ্বাসনালীতে সংক্রমণ করার কারনে সর্দি-কাশি, জ্বর হয়ে থাকে। ধূমপান করলে সর্দি-কাশি আরো মারাত্বক হতে পারে। কোন প্রকার এলকোহল জাতীয় কিছু পান করলে সর্দি-কাশি হয়ে থাকে।


বার বার হাঁচি আসা, নাক দিয়ে পানি পড়া, কোনকিছুর গন্ধ নাকে না লাগা, নাক বন্ধ হয়ে থাকা, নাক ভারি ভারি লাগা, চোখ, গাল, এবং কপালে চাপ বা ব্যথা অনুভব হলে মনে করবেন সর্দির লক্ষণ।

সাধারণত জ্বর বা সর্দি হলে কাশি দেখা দিলে, গলায় উচ কুচ লাগলে, ঠান্ডা লাগলে, মনে করবেন কাশির লক্ষণ। যাইহোক বন্ধুরা এইবার দেখে নিন সর্দির ট্যাবলেট এর নাম।

সর্দির ট্যাবলেট এর নাম

সর্দির ট্যাবলেট এর নাম (sordi tablet name)

Histacin (হিস্টাচিন), Histalex (হিস্টালেক্স), Histamin (হিস্টামিন), Histanol (হিস্টানোল), Histin (হিস্টিন), Metril (মেট্রিল) ইত্যাদি হলো সর্দির ট্যাবলেট এর জন্য অনেক উপকারী ট্যাবলেট।


প্রিয় বন্ধুরা একটা কথা খেয়াল রাখেন এই ট্যাবলেট বা ঔষধ গুলি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায় না। আমরা এই আর্টিকেলটা লেখার একটি মাত্র কারন সেটি হলো আপনাদের জানানো, কিন্তু আমরা আপনাদের পরামর্শ দি না এই ট্যাবলেট গুলি খেতে।

নোটঃ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ গুলি খাওয়ার ফলে আপনাদের কোন সমস্যা দেখা দিলে তার জন্য আমরা দায়ী নয়। ডাক্তারের পরামর্শ বাধ্যতমূলক।

১০ টি সর্দির ট্যাবলেট এর নাম

নিচে দেওয়া হলো ১০ টি সর্দির ট্যাবলেট এর নাম যা আমরা অনলাইন থেকে সংগ্রহ করেছি। এই ১০ টি সর্দির ট্যাবলেট সাধারনত ডাক্তাররা খেতে বলে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। কারন একজন ব্যাক্তির কোন সর্দির ট্যাবলেট কাজ করবে / কোন ট্যাবলেট খেলে ভালো হবে শুধু মাত্র ডাক্তাররা ভালো বলতে পারে। যায়হোক দেখে নিন ১০ টি সর্দির ট্যাবলেট এর নামঃ

  • Histachin – হিস্টাসিন
  • Histalex – হিস্টালেক
  • Fexo 60 – ফেক্সো ৬০
  • Dslor – ডেসলর
  • Antibiotic – এন্টিবায়টিক
  • Ace + ( এইস প্লাস )
  • Neocilor – নিওসিলর
  • Napa Extend – নাপা এক্সটেন্ড
  • Flamex 400 – ফিলামেক্স ৪০০
  • Metril – মেটরিল

সর্দির ট্যাবলেট এর নাম স্কয়ার

নিচে দেওয়া হলো স্কয়ার কোম্পানীর কিছু সর্দির ট্যাবলেট। অনেকে স্কয়ার কোম্পানীর ঔষধ সেবন করে তাই নিচে দেখে নিন স্কয়ার কোম্পানীর সর্দির ট্যাবলেট এর নাম।

  • Carva (75) – কার্ভা ৭৫
  • Cefotil (250) – সেফোটিল ২৫০
  • Cefotil Plus – সেফোটিল প্লাস
  • Cinaron – সিনারণ
  • Cinaron Plus - সিনারণ প্লাস

সর্দি কাশির ঔষধ

উপরের যেই সর্দি ট্যাবলেট এর নাম গুলি দেওয়া হয়েছে সেইগুলি সেবন করতে পারেন। ওষুধ গ্রহনের পুর্বে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। একজন ব্যাক্তির ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ সেবন করা উচিত না। শিশুদের ক্ষেত্রে তো একবারে না। হাঁচি,কাশি,সর্দি,গলা ব্যথা,নাকের প্রতিবন্ধকতা, মাথা ব্যাথা এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে এবং ঔষধ দিয়ে থাকে।


প্যারাসিটামল খেতে পারেন মাথা ব্যথা দূর করার জন্য, অক্সিমেটাজোলিন, হাইড্রোক্লোরাইড, ন্যাজাল ড্রপ ইত্যাদি ব্যাবহার করতে পারেন নাকের প্রতিবন্ধকতার জন্য। অ্যান্টিহিস্টামিন খেতে পারেন হাঁচি ও নাক দিয়ে পানি পরা বন্ধ করার জন্য।


বিভিন্ন প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ জীবাণু ইত্যাদি কারনে সর্দি কাশি হয়ে থাকে।

সর্দির ট্যাবলেট এর নাম কি?

সর্দির ট্যাবলেট এর নাম কি?

প্যারাসিটামল, আইবুপ্রোফেন এবং অ্যান্টিহিস্টামিন এই ট্যাবলেট গুলি গুলো সর্দির ট্যাবলেট এর জন্য উপকারী ট্যাবলেট। এই ট্যাবলেট গুলি সাধারনত সবাই কম বেশি খেয়ে থাকে। অনেক কার্যকরী ট্যাবলেট। নাক দিয়ে পানি পরা বন্ধ করার জন্য অ্যান্টিহিস্টামিন কার্যকরী ট্যাবলেট। আর মাথা ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য প্যারাসিটামল ট্যাবলেট অনেক উপকারী। সর্দির জন্য প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন এই দুইটি একসাথে খাওয়া যায় লক্ষণ বুজে। অব্যশই ডাক্তারের পরার্মশ নিতে হবে।

জ্বরের ট্যাবলেট এর নাম | jorer medicine name

  • Napa (নাপা)
  • Napa Extra (নাপা এক্সট্রা)
  • Napa Extend (নাপা এক্সটেন্ড)
  • Napa Rapid (নাপা রেপিড)
  • Ace (এ সি ই)
  • Ace plus (এ সি ই + )
  • Fast (ফাস্ট)
  • Fast Plus (ফাস্ট+)

সর্দির ট্যাবলেট এর নাম | Sordi tablet name

  • Histacin (হিস্টাসিন)
  • Histalex (হিস্টালেক্স)
  • Histamin (হিস্টামিন)
  • Histanol (হিস্তানল)
  • Histin (হিস্টিন) 

জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম | jorer antibiotics tablet name

  • Zimex 250 mg (জিমেক্স ২৫০ মিলিগ্রাম)
  • Zimex 500 mg (জিমেক্স ৫০০ মিলিগ্রাম)
  • AZ 250 mg (এ জেট ২৫০ মিলিগ্রাম)
  • AZ 500 mg (এ জেট ৫০০ মিলিগ্রাম )
  • Adiz 250 mg (অ্যাডিজ ২৫০ মিলিগ্রাম)
  • Adiz 500 mg (অ্যাডিজ ৫০০ মিলিগ্রাম)
  • Azin 250 mg (আজিন ২৫০ মিলিগ্রাম)
  • Azin 500mg (আজিন ৫০০ মিলিগ্রাম)

কাশির ট্যাবলেট বা ক্যাপসুল এর নাম | kasir tablet bd | কাশির ট্যাবলেট এর নাম বাংলাদেশ

  • Ambrox SR 75mg (আমব্রক্স এস আর ৭৫ মিলিগ্রাম)
  • Acorex 30mg ( একোরেক্স ৩০ মিলিগ্রাম )
  • Ambeet 75mg (আমবিট ৭৫ মিলিগ্রাম)
  • Ambozin SR 75mg (অ্যাম্বোজিন এসআর ৭৫ মিলিগ্রাম)
  • Ambroxol SR 75mg (আমব্রক্সল এস আর ৭৫ মিলিগ্রাম 

কাশির সিরাপের নাম | khasi syrup Name

  • Ambrox (অ্যামব্রক্স)
  • Adovas (অ্যাডভাস)
  • Tusca Plus (তুসকা প্লাস)
  • Boxol (বক্সোল)
  • Ambolit (আম্বোলিত)
  • Dexpoten (ডেক্সপোটেন)
  • Sudocof (সুডোকফ)
  • Ocof (ওকোফ)

নাকের ড্রপ এর নাম | Naker Drop Name | নাকের সর্দি দূর করার ট্যাবলেট

  • Afrin (আফরিন)
  • Azolin NS (অ্যাজোলিন এনএস)
  • Antazol (এন্টাজল)
  • Natazol (নাটাজল)
  • Oxrin (অক্সরিন)

সাবধানঃ আপনারা এই ঔষধ গুলি খাওয়ার জন্য আমরা নাম গুলি শেয়ার করি নি। আমরা নাম গুলি শেয়ার করেছি শুধুমাত্র এই ট্যাবলেট বা ঔষধ গুলির সাথে পরিচিত থাকার জন্য। ডাক্তারের সাথে কথা বলে এই ঔষধ গুলি খাবেন। অন্যথায় আমরা দায়ী থাকব না।


সর্দি-কাশি দূর করার উপায় কি?

সর্দি-কাশি দূর করার উপায় কি

সর্দি দূর করার উপায় অনেক সহজ। তার জন্য কিছু ঘরোয়া উপায় মেনে চলতে হবে।  নিচে অনেক উপায় বলা হয়েছে আশা করি এই টিপস বা উপায় গুলি মেনে চললে আপনার সর্দি-কাশি ভালো হয়ে যাবে।


সর্দি দূর করার জন্য প্রথমে এক গ্লাস গরম পানি নিন। এরপর ঐ গরম পানিতে দুই চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন এর পর দেখবেন আস্তে আস্তে সর্দি ভালো হয়ে যাচ্ছে।


এই ছাড়াও চাইলে তুলসী পাতা ও আদা খেতে পারেন অনেক কার্যকরী একটি টিপস। তারজন্য আপনি এক কাপ না এক গ্লাস পানি চুলায় দিয়ে তার সাথে তুলসী পাতা ও আদা কুচি ফোটাতে থাকুন এবং অর্ধেক ফুটানো হয়ে গেলে এইবার সেটি নামিয়ে আপনি পান করুন দেখেন সর্দি-কাশি কমে যাবে। কমপক্ষে এইভাবে ৩-৪ বার পান করবেন দেখবেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।


দারুচিনি গলা ব্যথা, ঠাণ্ডা লাগা, কফ দূর করতে এই দারুচিনি অনেক উপকারী একটি খাবার। এই দারুচিনি আপনি দুইভাবে খেতে পারেন একটি হলো চায়ের সাথে এক চামচ মতো দারুচিনি মিশিয়ে খেতে পারেন অথবা মধুর সাথে এক চামচ দারুচিনি মিশিয়ে খেতে পারেন। দুই তিনবার করে কমপক্ষে ৩ দিন খাবেন।


ধনে বীজ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ধনে বীজ খাওয়ার নিয়ম হলো তরকারির সাথে অথবা কোন ভর্তার সাথে মিলিয়ে খাওয়া। যাইহোক আপনার ইচ্ছা মতো খেতে পারবেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ধনে বীজ অনেক উপকারী।


শাকসবজি সবাই জানি এই শাকসবজি সম্পর্কে। আমাদের শরীরে জন্য অনেক উপকারী একটি খাদ্য হলো শাকসবজি, শরীরের ভিটামিন এর জন্য, চোখের জন্য, শরীরের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শাকসবজি অনেক উপকারী। বেশি বেশি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন।


বুকে কফ জমে থাকলে তরল জাতীয় খাবার খেতে পারেন। এতে অনেক উপকার পাওয়া যায়। সর্দি কাশি হলে বুকে কফ জমে যেতে পারে তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে তরল জাতীয় খাবার খেতে পারেন অব্যশই গরম করে খাবেন। ঠাণ্ডা থেকে আমাদের সর্দি কাশি হয়ে থাকে তাই গরম গরম খাবার খাবেন।

সর্দির সাথে রক্ত আসার কারণ কি?

সর্দি হওয়ার কারন অতিরিক্ত ঠান্ডা। আর এই ঠান্ডা কারণে আমাদের নাক জাম হয়ে যায় বা কফ জমে যায়। অনেক সময় আমাদের অসতর্ক তার কারনে নাকের রক্তনালীকে ঘিরে রাখা ঝিল্লি ফেটে যেতে পারে ফলে সর্দির সাথে রক্ত বের হয়।

সর্দি কে ইংলিশ এ কি বলে?

সর্দি কে ইংলিশ Cold, Flux, Snivel ইত্যাদি বলা হয়ে থাকে। যেটি বাংলাতে আমরা সরদি / সর্দি বলে থাকি।

ঘন ঘন জ্বর আসার কারণ কি?

কাশতে কাশতে গলা চিরে গেলে, চিকেন পক্স, ফ্লু, হিট স্ট্রোক, অ্যালকোহল উইথড্রয়াল, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ম্যালেরিয়া, কোনও ইনফেকশন ইত্যাদি কারনে ঘন ঘন জ্বর হয়।

শরীরের তাপমাত্রা কত হলে জ্বর হয়?

শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (৯৮.৬ ফারেনহাইট) বা তার বেশি হলে আমরা তখন মনে করি জ্বর হয়েছে। কারন এখন ব্যাক্তির শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস (৯৮.৬ ফারেনহাইট)।

৬ মাসের বাচ্চার কাশি হলে করনীয় কি?

৬ মাসের বাচ্চার কাশি হলে গরম পানি দিয়ে শরীর মুছে ফেলা ( গোসল করার দরকার নেই )। রসুনের কোয়া সর্ষের তেলের সাথে মিশিয়ে তেলটি উষ্ণ গরম করে নিন যদি তেলটি গরম হয়ে যায় তারপর বাচ্চার বুকে ও পায়ের তালুতে মালিশ করুন।

কোন ট্যাবলেট ঠান্ডা জন্য ভালো?

Cold Best Tablet হল তিনটি ওষুধের সংমিশ্রণ: Cetirizine, Paracetamol এবং Pseudoephedrine , যা সাধারণ সর্দি উপসর্গ থেকে মুক্তি দেয়। Cetirizine হল একটি অ্যান্টিঅ্যালার্জিক যা হিস্টামিন (একটি রাসায়নিক বার্তাবাহক) ব্লক করে অ্যালার্জির উপসর্গ যেমন সর্দি, চোখ জল এবং হাঁচি থেকে মুক্তি দিতে।

আমি কি সর্দির জন্য সিনারেস্ট নিতে পারি?

সিনারেস্ট হল মাথাব্যথা, জলযুক্ত চোখ এবং অ্যালার্জি, জ্বর, শরীরে ব্যথা, সর্দি বা ঠাসা নাক, হাঁচি, চুলকানি, সাধারণ সর্দি বা ফ্লু দ্বারা সৃষ্ট সাইনাস কনজেশনের চিকিৎসার জন্য ব্যবহৃত একটি সমন্বিত ওষুধ।

শুকনা কাশি কি কি রোগের লক্ষণ?

শুকনা কাশি অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুসের টিউমার, যক্ষ্মার লক্ষণ। তবে যেই শুকনা কাশি তিন সপ্তাহের অধিক থাকে সেই ক্ষেত্রে এই লক্ষণ গুলি দেখা দেয়।

আমাদের শেষ কথা

এইখানে শেষ হলো আমাদের লেখা "সর্দির ট্যাবলেট এর নাম" এই আর্টিকেলটা। প্রিয় বন্ধুরা আমরা মনে করি এই আর্টিকেলটা আপনাদের অনেক উপকার হয়েছে। বন্ধুরা sordi tablet name এই আর্টিকেলটা আপনাদের ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।


প্রিয় বন্ধুরা সর্দির হলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া উপায় মেনে চলুন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ৩ দিন ঘরোয়া উপায় চেষ্টা করুন যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন। এরপরেও ডাক্তারের পরামর্শ না নিয়ে উপরে বলা সর্দির ট্যাবলেট গুলি সেবন করবেন না।

কমেন্টঃ প্রিয় বন্ধুরা সর্দির ট্যাবলেট এর নাম এই আর্টিকেলে কোন ভুল তথ্য থাকলে বা কোন প্রকার অভিযোগ থাকলে অথবা কিছু জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুণ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ