সবাই ফেসবুক ছেড়ে দিচ্ছে কেন
সবাই ফেসবুক ছাড়ছে কেন সেটি জেনে নিন এইখান থেকে। কিছুদিন আগে মার্ক জুকারবার্গ ১১,০০০ কর্মী ছাঁটাই করেছেন। মার্ক জুকারবার্গ হলো ফেসবুকের মালিকানাধীন মেটারের সিইও। তিনি মেটা থেকে পদত্যাগ করতে চলেছেন তার ব্যর্থতা স্বীকার করে, তবে এইটা ছিল একটি গুজব। আর এই গুজব দ্য লিক নামের একটি ওয়েবসাইটে দাবি করেছে।
![]() |
সবাই ফেসবুক ছেড়ে দিচ্ছে কেন |
তাদের রিপোর্ট অনুযায়ী, বলা হয়েছে ২০২৩ সালে পদত্যাগ করতে পারেন মেটার সিইও "মার্ক জাকারবার্গ"। এই রিপোর্ট আরো বলা হয়েছে, জাকারবার্গের ব্যর্থতা কারনে তিনি পদত্যাগ করতে বাধ্য করছে। শুধু তাই নয় এর সাথে সাথে অ্যান্ডি স্টোনও পদত্যাগ করতে পারেন। অ্যান্ডি স্টোন হলো মেটার যোগাযোগ বিভাগের প্রধান।
এই রিপোর্টে আরো বলা হয়েছে জাকারবার্গ মেটাভার্স প্রকল্পে অনেক টাকা ব্যয় করেছে, এতে কোন লাভের আশা দেখতেছে না। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত লোকসান করতেছে।
এইদিকে মার্ক জাকারবার্গ পদত্যাগের বিষয়টি গুজব বলে অ্যান্ডি স্টোন। তিনি এক টুইটে বলেছেন, জাকারবার্গের পদত্যাগের এই খবরটি মিথ্যা।
তবে এখন মেটা বিনিয়োগকারীরা আর বিশ্বাস করতে পারতেছেনা মার্ক জাকারবার্গ কে। বিনিয়োগকারীর সংখ্যা ও কমতে শুরু করল মেটার থেকে। তাই মার্ক জাকারবার্গ নিজেকে বিচ্ছিন্ন করতে চাইছিল।