Realme 10 Pro সিরিজের এই ফোনটি ৮ ডিসেম্বর বিশ্বব্যাপী লঞ্চ হবে
Realme 10 Pro এবং 10 Pro+ 8 এই ফোনটি ডিসেম্বরের ৮ তারিখ সারা বিশ্বের জন্য লঞ্চ করা হবে। এই ফোনটি মূলত চীনের তৈরি। গত সপ্তাহে চীনের উন্মোচিত করা হয় Realme 10 Pro সিরিজের ফোনটি।
![]() |
Realme 10 Pro সিরিজের এই ফোনটি ৮ ডিসেম্বর বিশ্বব্যাপী লঞ্চ হবে |
বিকাল 3PM UTC +8 এ লঞ্চ ইভেন্টটি শুরু হবে। যাইহোক আমরা এখন আপনাদের জানিয়ে দিব Realme 10 Pro এই ফোনে কি কি থাকছে। এই ছাড়াও এই আর্টিকেলে জানিয়ে দেওয়া হবে Realme 10 Pro এই ফোনটি বাংলাদেশি টাকায় দাম কত।
Realme 10 Pro এই ফোনে থাকছে 2MP গভীরতার ইউনিট সহ পিছনে একটি 108MP ক্যামেরা, সামনে 16MP একটি ক্যামেরা। 33W চার্জিং সহ একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। Snapdragon 695 SoC দ্বারা চালিত এই ফোনটি।
এই ফোনটি ওজন ১৯৫ গ্রাম। Black, Blue & Starlight এই তিনটি কালারে পাওয়া যাবে এই ফোনটি। ফোনটির মডেল নাম্বার RMX3663।
Realme 10 Pro এই ফোনটির ROM 256GB এবং RAM 8GB/12GB। বাংলাদেশে Realme 10 Pro এর দাম ২২,০০০ টাকা। ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।