বিশ্বের প্রভাবশালী বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি, কে সেই ব্যাক্তি

বিশ্বের প্রভাবশালী বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি, কে সেই ব্যাক্তি জেনে নিন এইখান থেকে। বিশ্বের প্রভাবশালী বিজ্ঞানীদের তালিকায় রয়েছে "অধ্যাপক এম এ হান্নান" যিনি বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত একজন বাংলাদেশী।

বিশ্বের প্রভাবশালী বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি, কে সেই ব্যাক্তি
বিশ্বের প্রভাবশালী বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি, কে সেই ব্যাক্তি

অ্যানালিটিক্স কোম্পানি "ক্লারিভেট" বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের তালিকায় তালিকাভুক্ত করেছে বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক এম এ হান্নানকে

শুধু তিনি নন মত ৬৯ টি দেশের গবেষকরাও এমন স্বীকৃতি পেয়েছেন। তবে এই বছর মালয়েশিয়া থেকে অধ্যাপক হান্নানই একমাত্র গবেষক যিনি এমন স্বীকৃতি পেয়েছেন।

এক বিবৃতিতে "UNITEN" এই তথ্যটি জানায়। অধ্যাপক হান্নান একজন (UNITEN) এর বৈদ্যুতিক প্রকৌশলি। তিনি তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক লাভ করেন ১৯৯০ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি এমএসসি এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ