এখন থেকে পাঠাও গাড়িতে ভাড়া নিয়ে দরদাম করা যাবে
বাংলাদেশের সর্ববৃহৎ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম নতুন রূপ নিয়ে আসছে খুব শীগ্রই। এখন গ্রাহকরা দরদাম করতে পারবেন পাঠাও গাড়িতে ভাড়া নিয়ে। এই ছাড়াও দ্রুত সার্ভিস এবং ভাড়া নির্ধারণ করতে পারবেন নিজেরাই ইউজাররা।
![]() |
এখন থেকে পাঠাও গাড়িতে ভাড়া নিয়ে দরদাম করা যাবে |
দেশের অনেকে এই রাইড শেয়ারিং ভাড়া নিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। অনেক সময় একই সমস্যা চালকদের ক্ষেত্রে ও হয়ে থাকে। তার সমস্যার সমাধান এর জন্য বাংলাদেশের সর্ববৃহৎ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম নতুন রূপ নিয়েছে।
ভাড়া নির্ধারণে নতুন পদ্ধতি চালু করছে এই রাইড শেয়ারিং / পাঠাও। নতুন এই সুবিধা বা নিয়মের কারনে এখন থেকে যাত্রীরা পাঠাও গাড়িতে ভাড়া নিয়ে দরদাম করতে পারবে। এই ছাড়াও চালক ও চাইলে তার পছন্দমতো ভাড়া দাবি করতে পারবে। যাইহোক গত ৮ নভেম্বর থেকে এই সুবিধা চালু হয়ে গেছে। আমরা মনে করি চালক এবং যাত্রী দুইজনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে এই নতুন নিয়ম।
নভেম্বর/০৭/২০২২ তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও জানায় পাঠাও অ্যাপে দেখানো ভাড়া ছাড়াও এখন থেকে নতুন নিয়মে গ্রাহক / যাত্রীরা চাইলে নিজেদের ইচ্ছা মতো ভাড়া দরদাম করতে পারবে। এই ছাড়াও একজন চালকও চাইলে তার ইচ্ছা মতো ভাড়া দাবি করতে পারবে।
কিন্তু এই নিয়মটি আগে ছিল না, আগে ছিল একজন গ্রাহক বা যাত্রী রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়ার অনুরোধ করলে প্রথমে তা চালকের কাছে যেত এরপর সেটি রাইড শেয়ারিং অ্যাপের অ্যালগরিদমের মাধ্যমে অটোমেটিক ভাড়া নির্ধারণ করা হয়। কিন্তু এখন থেকে এই নিয়মটি আর থাকছে না। যাত্রী এবং চালক উভয় নিজেদের ইচ্ছা মতো টাকা দাবি করতে পারবে।
আরো পড়ুনঃ
পাঠাও দাবি করে এই নুতন পদ্ধতি তাদের জন্য অনেক উপকার হবে, খুব দ্রুত সেবা দিতে পারবে। এই ছাড়াও যাত্রীদের ও অনেক উপকার হবে। যাত্রী এবং চালক দুইজনের লাভবান হবে আশা করে।
ফাহিম আহমেদ জিনি পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তিনি বলেন, ইউজার এবং ড্রাইভারদের হাতে সম্পূর্ন নিয়ন্ত্রণ বা স্বাধীনতার জন্য রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম নতুন রূপ নিয়ে এসেছে। যাই হোক বন্ধুরা আপনাদের কাছে এই নতুন নিয়মটি কেমন লেগেছে অব্যশই কমেন্ট করে বলবেন।