১২ শতাংশ কমেছে কম্পিউটার বিক্রি
১২ শতাংশ কমেছে কম্পিউটার বিক্রি, কেন জানুন এইখানে। তৃতীয় প্রান্তিকে ভারতে কম্পিউটার বিক্রি কমে গেছে প্রায় ১২ % শতাংশ। কভিড-১৯ মহামারী শুরুর পর থেকেও পিসি বিক্রির চাহিদা ছিল।
![]() |
১২ শতাংশ কমেছে কম্পিউটার বিক্রি | পিসি , ল্যাপটপ |
এই দেশটিতে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি হয়েছিল প্রায় ৩৯ লাখ ইউনিট। তথ্য টি তুলে ধরা হয়েছে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনে। একই বছরের তুলনায় গত বছর ১১ দশমিক ৭ শতাংশ কমেছে কম্পিউটার বিক্রি।
ঐ দেশে বাজারে ৯ লাখ ৪০ হাজার কম্পিউটার বিক্রি করে প্রথম স্থানে ছিল এইচপি (HP)। এই দেশে নোটবুক বিক্রিতে বড় আকারের ক্ষতি দেখা গিয়েছে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে। ১৯ দশমিক ৫ শতাংশ কমেছে নোটবুক বিক্রি।
কম্পিউটার বিক্রি দিক দিয়ে এই দেশে ডেলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লেনোভো। লেনোভোর পিসি বাজারে জনপ্রিয় হওয়ার কারন অনলাইনের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি কম্পিউটার বিক্রি করার কারনে। এই দেশে বর্তমানে পিসি বিক্রি দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডেল। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে এসার।
কম্পিউটার বিক্রি কমে যাওয়ার জন্য কারন হিসেবে ধরে নিচ্ছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে। আর এই ক্ষতি মিটিয়ে নিতে বিক্রেতারা চতুর্থ প্রান্তিকে সব ধরনের পিসির দাম বাড়াতে বাধ্য হচ্ছে।