২০২২ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ডের তালিকা

বিশ্বজুড়ে ২০২২ সালের সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ডের তালিকা দেখে নিন এইখানে। জনপ্রিয় সফটওয়্যার ‘নর্ডপাস' এর মাধ্যমে চলতি বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড এর তালিকা তৈরি করা হয়েছে।

২০২২ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ডের তালিকা
২০২২ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ডের তালিকা

নর্ডপাস এই জনপ্রিয় সফটওয়্যার মাধম্যে এইসব তথ্য উঠে আসে। বিশেষজ্ঞরা বলে সাইবার হামলা থেকে রক্ষা পেতে চাইলে এইসব পাসওয়ার্ড ব্যাবহার করা থেকে বিরত থাকতে হবে

বিশেষজ্ঞরা আরো বলে যারা এইসব সহজ পাসওয়ার্ড ব্যাবহার করে, সাইবার অপরাধীরা তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সহজেই সংগ্রহ করে নিয়ে সেটি অনলাইনে বিক্রি করে দিচ্ছে।

অনলাইনে পাসওয়ার্ড এবং ইউজার নেম বিক্রি দিন দিন বৃদ্ধি পেয়েছে। তাহলে জেনে নিন ২০২২ সালের সবচেয়ে বেশি ব্যাবহার করা 'password' এর তালিকা সম্পর্কে।

২০২২ সালের সবচেয়ে বেশি ব্যাবহার করা 'password' এর তালিকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে "123456', "bigbaske", "111111" এই পাসওয়ার্ড গুলি।

এই ছাড়াও কিছু হাস্যকর এবং জনপ্রিয় পাসওয়ার্ড এর তালিকা গুলো হলো "iloveyou" , "admin" , "googledummy" এই ধরনের পাসওয়ার্ড গুলি।

যাইহোক এই গুলি ছাড়াও আরো কিছু জনপ্রিয় এবং কমন পাসওয়ার্ড রয়েছে সেইগুলি হলোঃ "abcd1234" , "anmol123" , "1234567890" , "pass@123" , "admim" ইত্যাদি পাসওয়ার্ড গুলি।

বিশেষজ্ঞরা নর্ডপাস রিপোর্ট অনুসারে বলেছে অনলাইনে কেউ ১০০% শতাংশ নিরাপদ নয়। তাই অনলাইনে নিরাপদ থাকতে চাইলে সহজ পাসওয়ার্ড ইউজ করা উচিত নয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ