বাংলাদেশে কম দামে নতুন ফোন বাজারে এনেছে আইটেল, দেখে নিন কোন মডেলের ফোন
বাংলাদেশে কম দামে নতুন ফোন বাজারে এনেছে আইটেল। বাংলাদেশে আইটেলের যেই ফোনটি বাজারে এসেছে সেটি হলো ভিশন ৫ প্লাস মডেলের ফোন। ভিশন ৫ প্লাস মডেলের এই ফোনটিতে রয়েছে অনেক বড় ব্যাটারি। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার (5000mAh) ব্যাটারি ব্যাবহার করা রয়েছে ভিশন ৫ প্লাস এই স্মার্টফোনটিতে। কোম্পানী দাবি করে এবং অনেকটা পরীক্ষিত, ১০ মিনিটের চার্জে ৩ ঘণ্টা একটানা কথা বলা যাবে এই ফোনে।
![]() |
বাংলাদেশে কম দামে নতুন ফোন বাজারে এনেছে আইটেল, দেখে নিন কোন মডেলের ফোন |
ভিশন ৫ প্লাস মডেলের স্মার্ট ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে এবং ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ছাড়াও এই ফোনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে সেলফির জন্য। ফোনটিতে খুব সুন্দর ভাবে ছবি তুলা যাবে কারন এই ফোনে আল্ট্রা-হাই ডেফিনিশন পিক্সেলের ক্যামেরা ব্যাবহার করা হয়েছে।
১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে এই মডেলের ফোনে। এই স্মার্টফোনের সাহায্যে যেকোনো গেম ভালোভাবে খেলতে পারবেন। একবার সম্পূর্ন চার্জে টানা ২০ ঘণ্টা ফোনটি ব্রাউজিং করতে পারবেন।
ভিশন এই স্মার্টফোনে ৪ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট রম ব্যাবহার করা হয়েছে। এই ছাড়াও টাইগার টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই সম্পূর্ন তথ্যটি জানায় আইটেল বাংলাদেশের একটি বিজ্ঞপ্তিতে।
আরো পড়ুনঃ
বাংলাদেশে ভিশন ৫ প্লাস মডেলের এই ফোনটির দাম ১৩ হাজার ৬৯০ টাকা। আমরা মনে করি এই কম দামের ফোনে আপনি অনেক সুবিধা পাবেন। বন্ধুরা আপনার বাজেট যদি ১৫,০০০ টাকার মধ্যে থাকে তাহলে ভিশন ৫ প্লাস মডেলের ফোনটি আপনার জন্য।