তোমার প্রিয় কবি প্রবন্ধ রচনা

তোমার প্রিয় কবি প্রবন্ধ রচনা - বন্ধুরা এই আর্টিকেলে আপনি জানতে পারবেন প্রিয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। আপনার প্রিয় কবি যদি কাজী নজরুল ইসলাম হয়ে থাকে তাহলে আপনি "তোমার প্রিয় কবি প্রবন্ধ রচনা" টি দেখতে পারেন। অনেক সুন্দর ভাবে এবং খুব সহজ করে দেওয়া আছে এই রচনা টি। যদি এই রচনা টিতে কোন ভুল শব্দ বা তথ্য থাকে তাহলে কমেন্ট করে বলুন।

তোমার প্রিয় কবি প্রবন্ধ রচনা

ভূমিকা - প্রিয় কবি কাজী নজরুল ইসলাম

ভূমিকাঃ আমাদের বাংলা সাহিত্যে অনেক খ্যাতনামা কবি ও সাহিত্যিকের আবির্ভাব ঘটেছে। তারা তাদের গল্প, কবিতা, নাটক ও উপন্যাস দিয়ে ধন্য করেছেন বাংলা সাহিত্যকে। ভাদের অনেককেই আমার ভাল লাগে। কিন্তু সবচেয়ে বেশি ভাল লাগে রবীন্দ্রোত্তর কবিদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাপেক্ষা বিস্ময়কর প্রতিভার অধিকারী কবি কাজী ইসলামকে। বিদ্রোহী কবি, মানবতার কবি, প্রেমের কবি কাজী নজল ইসলাম আমার সবচেয়ে প্রিয় কবি।

জন্মপরিচয় ও বাল্য জীবন - প্রিয় কবি

জন্মপরিচয় ও বাল্য জীবনঃ আমার প্রিয় কবি কাজী নজরুলের জন্ম ২৫মে, ১৮৯৯ সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম ফকির আহমদ এবং মাতার নাম জাহেদা খাতুন। ছোটবেলা বাবা-মা তাকে 'দুখু মিয়া' বলে ডাকতেন। গ্রামের মক্তবে কবি প্রথম পড়াশুনা শুরু করেন। এখানে তিনি বাংলা, আরবি এবং ফারসি জ্ঞান অর্জন করেন।

খেয়ালী ও বেপরোয়া জীবন - আমার প্রিয় কবি

খেয়ালী ও বেপরোয়া জীবনঃ ছোটকালে নজরুল ছিলেন খুবই খেয়ালী ও বেপরোয়া প্রকৃতি। বিদ্যালয়ের নির্দষ্ট নিয়ম কানুন তিনি পছন্দ করতেন না। তাই বিদ্যালয়ের প্রতি তার তেমন একটা মনোযোগ ছিল না। অল্প বয়সেই তিনি পড়াশুনা ছেড়ে দিয়ে লেটো গানের দলে যোগ দেন। এরপর আসানসোলের এক রুটির দোকানে নজরুল মাসিক ৫ টাকা মায়নায় চাকরি নেন। সেখান থেকে এক পুলিশ কর্মকর্তা নজরুলকে নিজ গ্রামে নিয়ে স্কুলে ভর্তি করে দেন। কিন্তু বছর তিনেকের মাথায় নজরুল সেখান থেকে পালিয়ে যান। এরপরও নজরুলকে স্কুলে ভর্তি করানো হয়, কিন্তু তিনি স্কুলে মনোযোগ সহকারে লেখাপড়া করেননি। অতঃপর দশম শ্রেণীতে পড়া অবস্থায় তিনি যোগ দেন সেনাবাহিনীতে।

বিদ্রোহী নজরুল - কাজী নজরুল ইসলাম সম্পর্কে রচনা

বিদ্রোহী নজরুলঃ নজরুলকে আমার ভাল লাগার অন্যতম কারণ তিনি হচ্ছেন বিদ্রোহীভাবাপন্ন কবি। তাঁর এই বিদ্রোহ সকল অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে। জীবনের সর্বক্ষেত্রেই তিনি এ অন্যায়, অসাম্য, অত্যাচার ও অবিচার লক্ষ্য করেছেন এবং বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছেন। তাঁর এই বিদ্রোহীমূলক দৃষ্টিভঙ্গী কবি। মূলে রয়েছে স্বদেশপ্রীতি, স্বাধীনতা প্রীতি ও সাম্যবাদী মনোভাব। আর এ কারণে ‘বিদ্রোহী' কবি হিসেবে তিনি বাংলা সাহিত্যে চিহ্নিত। তাঁর কণ্ঠে যেভাবে বিদ্রোহের বাণী উচ্চারিত হয়েছে বাংলা সাহিত্যে তার তুলনা নেই। তাঁর বিদ্রোহী কণ্ঠের দৃত্ত উচ্চারণঃ-

বল বীর
বল চির উন্নত মম শির
শির নেহারি আমারি নত শির
ওই শিখর হিমাদ্রির।

প্রেম ও সৌন্দর্যের পূজারী নজরুল - প্রিয় কবি কে

প্রেম ও সৌন্দর্যের পূজারী নজরুলঃ নজরুল প্রেম ও সৌন্দর্যের গবাদিত পূজারী। নজরুল শুধু বিদ্রোহের কথাই বলেননি, প্রেমের কথাও বলেছেন স্পষ্টভাবে। প্রেম নজরুল কবিতার এক বিশিষ্ট রূপ। এই প্রেমের কবিতাগুলোই তাঁকে সমসাময়িকতার ঊর্ধ্বে স্থাপন করেছে। তাঁর কাব্যে প্রেম প্রতিমা রূপ ধরে এসেছে, অতীত হয়ে উঠেছে জীবন্ত-অশ্রুদিপ্ত।

নজরুল কবিতার অন্যান্য দিক - আমার প্রিয় কবি রচনা

নজরুল কবিতার অন্যান্য দিকঃ নজরুল মানবতার কবি, সাম্যের কবি। তাঁর কাব্যের সর্বত্রই তিনি নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত জীবনের জয়গান গেয়েছেন। তাঁর সর্বহারা কাব্যের প্রতিটি কবিতায় গণমানুষের দুঃখ দুর্দশার ছবি থেকেই পরিস্ফুট এবং তাদের প্রতি তাঁর অপরিসীম দরদ বোধের পরিচয় মেলে। 'সাম্যবাদী' কবিতায় কবি জনগণের সঙ্গে মিশে গেছেন। তিনি বলেনঃ-

“গাহি সাম্যের গান
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা-ব্যবধান'।
'মানুষ' কবিতায় --
*মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান'। 
‘কুলিমজুর' কবিতায়—
*এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?'

নজরুলের সাহিত্য সম্ভার - প্রিয় কবি

নজরুলের সাহিত্য সম্ভারঃ নজরুল অসংখ্য কবিতা ও গান রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা ইত্যাদি। অন্যদিকে উপন্যাস, ছোট গল্প ও প্রবন্ধ রচনাই তিনি কম কৃতিত্ব দেখাননি। তাঁর লেখা বাঁধন হারা, মৃত্যুক্ষুধা, ব্যথার দান, রিক্তের বেদন, প্রভিতি বিশেষ উল্লেখযোগ্য।

উপসংহার - কাজী নজরুল ইসলাম

উপসংহারঃ সমস্ত বাঙ্গালীর প্রিয় কবি নজরুল। সত্যিই বাংলা সাহিত্যের ইতিহাসে নজরুল সৃষ্টিকর্তার আশীর্বাদ। তিনি বাংলা সাহিত্যকে নতুন রসের ধারায় সঞ্জীবিত করে তুলেছেন। এই সমস্ত বহুমুখী গুণের অপূর্ব সমাবেশের জন্যই তিনি চঙ্গীর আমার প্রিয় কবি।

তোমার প্রিয় কবি প্রবন্ধ রচনা

গুগল সার্চঃ

তোমার প্রিয় কবি প্রবন্ধ রচনা, প্রিয় কবি প্রবন্ধ রচনা, আমার প্রিয় কবি রচনা class 6, তোমার প্রিয় কবি সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম সম্পর্কে রচনা, প্রিয় লেখক প্রিয় বই, আমার প্রিয় বাংলা ভাষা রচনা, তোমার প্রিয় কবি সুকুমার রায়, আমার প্রিয় বাংলা ভাষা রচনা, প্রিয় লেখক রচনা, প্রিয় কবি কে।

আমাদের শেষ কথাঃ - প্রিয় কবি

এইখানে শেষ হলো আমাদের লেখা "তোমার প্রিয় কবি প্রবন্ধ রচনা" এই আর্টিকেলটা। এই Technewsbangla.info এই ওয়েবসাইটের কনটেন্ট ক্রিয়েটররা চাই নতুন নতুন তথ্য এবং টিপস সবাইকে জানানো বা শেখানোর জন্য তাই আমাদের সাথেই থাকুন।

আরো পড়ুনঃ


"তোমার প্রিয় কবি প্রবন্ধ রচনা" এই রচনাটির মধ্যে কোন ভুল তথ্য থাকলে আমাদের ক্ষমা করবেন এবং আমাদের জানতে নিচে "Add Comment" এই লেখাতে ক্লিক করে আমাদের জানান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ