Real money earning games in Bangladesh
Real money earning games in Bangladesh - আজকের এই আর্টিকেলটা অনেক মজার আর্টিকেল। আজকাল আমরা সবাই কম বেশি গেম খেলতে ভালোবাসি। বাচ্চা থেকে শুরু করে প্রায় সব বয়সের মানুষই অনলাইন গেম খেলতে ভালোবাসে। আপনি কি জানেন আপনি অনলাইন গেম খেলে টাকা ইনকাম করতে পারেন? আপনি এই সম্পর্কে জানতে আর্টিকেলটা শেষ পর্যন্ত দেখুন।

online game earn money bangladesh - অনলাইন গেম খেলে টাকা ইনকাম
আজকাল আমরা সবাই দেখি বাচ্চা থেকে শুরু করে প্রায় সব বয়সের মানুষই অনলাইন গেম খেলে। মোবাইল গেম একটি নেশায় পরিণত হয়েছে। যদি আমরা এই নেশা কে ভালো কাজে লাগাতে পারি আমাদের জন্য অনেক লাভ হবে। আমরা গেম খেলে যেই সময় টা নষ্ট করি ঠিক ঐ সময়ে যদি কিছু অ্যাপের মাধম্যে গেম খেলে টাকা ইনকাম করতে পারি তাহলে আমাদের জন্য লাভ।

তার জন্য আমরা আজকে এমন ৬ টি অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যাতে আপনারা এই অ্যাপগুলোর সাহায্যে অনেক টাকা ইনকাম করতে পারেন।
আরো পড়ুনঃ কিস্তিতে টাটা গাড়ি?
একজন ব্যক্তি গেম ( Game ) খেলে অনেক সময় ( Time ) নস্ট করে। সময় নষ্ট করার কারণে তার জীবনের ( Life ) উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। কিন্তু একজন ব্যক্তি চাইলে কিন্তু গেম খেলার পাশাপাশি অতিরিক্ত টাকা ইনকাম করতে পারে। এতে করে তার খেলা হবে এবং টাকাও ইনকাম হবে। আরো পড়ুনঃ মহিলাদের কোমর ব্যাথার কারন ?
আজকে আমরা যেই ৬ টি অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেইগুলি হলোঃ
- Hago - হা গো
- WHAFF Rewards Android App - ওহাফ রিওয়ার্ডস অ্যান্ড্রয়েড অ্যাপ
- MPL app - এমপিএল অ্যাপ
- Qureka: Play Quizzes & Learn - কুরেকা
- Big Time Cash - বিগ টাইম ক্যাশ
- Bulb Smash - বাল্ব স্মাস

Real money earning games in Bangladesh
বর্তমানে অনেক অ্যাপ ( App ) আছে যেই অ্যাপ গুলির সাহায্যে গেম ( Game )খেলে টাকা ইনকাম করা যায়। কিন্তু অনেক অ্যাপ আছে যেই অ্যাপ গুলি লোভ দেখিয়ে তাকে কিন্তু কাজের টাকা দেই না। তার জন্য আমরা নিচে এমন ৬ টি অ্যাপ নিয়ে আলোচনা করেছি যেইগুলো অনেক ভালো মানের অ্যাপ। নিয়মিত পেমেন্ট করে আসতেছে। আপনি এই অ্যাপ গুলির সাহায্যে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। অনেক তরুণী আছেন যারা অনলাইন গেম খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য "Real money earning games in Bangladesh" আজকের এই আর্টিকেলটা।
Hago - হা গো
"Hago" এই application টির সাহায্যে মোবাইলে Game খেলে টাকা ইনকাম করার যায় খুব সহজে। বর্তমানে সবাই গেম খেলে ইনকাম করতেছে তাহলে আপনি কেন বসে থাকবেন আপনিও Game খেলে টাকা ইনকাম করতে পারবেন এখন থেকে। Online এ গেম খেলে টাকা ইনকাম করার জন্য আপনার থেকে প্রথমে "Hago" এই App টি google play store থেকে Download করতে হবে।
আরো পড়ুনঃ মেয়েদের জন্য কোন চাকরি ভালো?
যাইহোক আপনি এই গেম টি কেন বিশ্বাস করবেন, এই গেম খেলে টাকা Earn করতে পারবেন এইটার নিশ্চিত কি তার জন্য ডাউনলোড করার সময় আপনি অবশ্যই এই App টির রেটিং চেক করতে পারেন। বর্তমান "Hago" অ্যাপের রেটিং হল 4.2। এই ছাড়াও আপনি "Hago" এই অ্যাপটির Review দেখে নিবেন।
এই App এর মাধ্যমে আপনি সর্বাধিক ১০০+ গেম খেলে টাকা Earn করতে পারেন। এই Game টি Online থেকে ইনকাম করার সবচেয়ে বড় একটি অ্যাপ। আপনি এই Game টির নিয়ম সম্পর্কে জানতে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। "Hago" এই গেমটির রিভিউ দেওয়া আছে ইউটিউবে।
আরো পড়ুনঃ ইন্দোনেশিয়ার মেয়েরা কেমন?
বর্তমানে "Hago application" টি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। mini games, online games, video chat এই ছাড়াও অনেক কিছু খেলতে পারবেন আপনি "Hago" এই অ্যাপটির মাধ্যমে। বর্তমানে এই অ্যাপ টির ডাউনলোড সংখ্যা 100 Million ছাড়িয়ে গেছে।
WHAFF Rewards Android App - ওহাফ রিওয়ার্ডস অ্যান্ড্রয়েড অ্যাপ
"WHAFF Rewards" এই গেমটি সাহায্যে অনলাইন গেম খেলে ইনকাম করার সেরা এবং প্রমাণিত একটি "Android App"। দুঃখের বিষয় এই অ্যাপটি গুগলে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরেও আপনারা চাইলে গুগল থেকে Download করে নিতে পারেন খুব সহজে। গুগলে "WHAFF Rewards Android Apk" লিখে সার্চ করলে আপনি এই অ্যাপটি দেখতে পারবেন।
আরো পড়ুনঃ Smart Ping Vpn
অনেকে "WHAFF Rewards" এই App টি ডাউনলোড করে অনেক টাকা ইনকাম করতেছে। আপনিও চাইলে "WHAFF Rewards" এই অ্যাপ থেকে অনেক টাকা Earn করতে পারবেন।
"WHAFF Rewards" এই অ্যাপটি ডাউনলোড করার পর এবং অ্যাপ টি ওপেন করার পর “login” অপসন থেকে FACEBOOK দিয়ে "লগইন" করতে হবে।
তবে "login" করার সময় আপনাকে একটি "invitation code" দিতে বলবে তখন আপনি চাইলে "KI94959" এই কোড ব্যবহার করতে পারেন। যদি কোডটি ইউজ করেন তাহলে আপনাকে আলাদা ভাবে "$.3 DOLLAR" দেয়া হবে।
আরো পড়ুনঃ Bkash Help Line Number Bd
আপনি চাইলে "WHAFF Rewards" এই অ্যাপ থেকে অনেক ভাবে ইনকাম করতে পারবেন তার জন্য প্রথমে আপনাকে "Login" করতে হবে। এই অ্যাপ থেকে টাকা ইনকাম করার নিয়ম নিচে দেওয়া হলোঃ
- ভিডিও Ads দেখে টাকা ইনকাম করতে পারবেন।
- বিভিন্ন apps ডাউনলোড করে টাকা ইনকাম করা যায়।
- মোবাইলে ads দেখে ইনকাম করা যায়।
- আপনি Premium packs অপশনে গিয়ে অনেক ধরনের গেম দেখতে পাবেন। whaff অ্যাপ আপনাকে সেই গেমগুলি ইনস্টল করতে এবং আপনার মোবাইলে গেমগুলি খেলার মাধ্যমে টাকা প্রধান করবে। গেম থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু লক্ষ্য দেওয়া হবে। এগুলো সম্পূর্ণ করতে পারলে আপনি ইনকাম করতে পারবেন এই অ্যাপটির সাহায্যে।
- এছাড়াও, আপনি যদি আপনার নিজস্ব referral code ব্যবহার করে লোকেদেরকে App টিতে আমন্ত্রণ জানান তবে আপনাকে টাকা দেওয়া হবে।
আরো পড়ুনঃ আই বি এস রোগীর খাবার তালিকা
আপনি যখন এই অ্যাপটিতে ফেসবুক এর মাধ্যমে লগইন করবেন সাথে সাথে আপনাকে $0.300 দেওয়া হবে। আপনি এই ইনকাম গুলো bitcoin, Flipkart gift card,amazon shopping gift card অথবা PayPal এর মাধ্যমে নিতে পারবেন।
MPL app - এমপিএল অ্যাপ
বাংলাদেশে গেম খেলে টাকা ইনকাম করার মধ্যে সব চেয়ে সেরা একটি Game হলো MPL app এই গেমটি। কিন্তু, MPL app এই গেমটি Bangladesh এ তৈরি করা হয়নি এই গেমটি India তে তৈরি করা হয়েছে। এটি মূলত একটি ভারতীয় অ্যাপ। এইটি India’s Biggest Gaming App।
যাইহোক দুঃখের বিষয় এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে নেই। এই গেমটি আপনি Chrome browser এ পাবেন। গুগলে MPL apk লিখে সার্চ করলে আপনি ডাউনলোড করতে পারবেন। যখন এই অ্যাপটি প্লে স্টোরে ছিল তখন এই অ্যাপটির ডাউনলোড সংখ্যা ছিল million এর মধ্যে।
আরো পড়ুনঃ Instant Cash Loan In 1 Hour In Bangladesh
MPL app এই অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করতে চাইলে প্রথমে আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার জন্য আপনাকে Google Chrome browser এই অ্যাপটি নাম লিখে সার্চ করতে হবে। অথবা MPL app এদের অফিসিয়াল official website থেকে আপনি এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাইলে প্রথমে আপনাকে তাদের official website এ ভিজিট করতে হবে এরপর আপনার নম্বর দিয়ে “Get SMS with download link” এর মধ্যে click করতে হবে।
আরো পড়ুনঃ m নামের মেয়েরা কেমন হয়?
এরপর এই অ্যাপটির Download লিঙ্ক আপনার মোবাইলে পাঠিয়ে দিবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে, আপনি 25টি গেম খেলে টাকা ইনকাম করতে পারেন।
Qureka: Play Quizzes & Learn - কুরেকা
যখনই বাংলাদেশে রিয়েল টাকা ইনকাম করার গেমের কথা মাথায় আসে তখনই Qureka অ্যাপটি মাথায় আসে। অনলাইন কুইজ গেম খেলে টাকা ইনকাম করতে হয় এই অ্যাপটির মাধ্যমে। এক কথায় বললে প্রশ্নের - উত্তর দিয়ে পয়েন্ট জমিয়ে টাকা Earn করতে হবে। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনাকে তার জন্য নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হবে।

এই ছাড়াও আপনি এই অ্যাপটি আপনার বন্ধুদের মাঝে রেফার করে টাকা বা শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যত বেশি পয়েন্ট অর্জন করবেন, তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে আছে। আপনি Google play store থেকে Qureka application টি ডাউনলোড করে নিন।
Big Time Cash - বিগ টাইম ক্যাশ
আপনি যদি Game খেলার পাশাপাশি টাকা ইনকাম করতে চান, তাহলে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ( App ) গুলির মধ্যে একটি হল ( Big Time Cash )। তবে আমরা আপনাকে বলি এই অ্যাপটি আপনাকে ভালো পরিমাণ টাকা দিবে না। অর্থাৎ আপনাকে ধনী বানানোর মতো টাকা দিবেনা এই অ্যাপটি। আপনি যদি গেম খেলে সময় নষ্ট করেন তাহলে আপনি এই গেম টি খেলতে পারেন এবং হালকা কিছু ইনকাম করতে পারেন।

Big Time Cash এই অ্যাপ ( App ) টির মাধ্যমে আপনি মূলত তিনটি উপায়ে টাকা ইনকাম করতে পারেন। গেম খেলে, দ্বিতীয় রেফার ( Reffer ) করে, তৃতীয় ভিডিও দেখে। এই গুলি করে আপনি টাকা ইনকাম করতে পারেন এই অ্যাপের মাধ্যমে।
তার জন্য আপনাকে প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ( Application ) ডাউনলোড করতে হবে। তারপর আপনার পছন্দের ক্যাটাগরি ( category ) অনুযায়ী ইনকাম করতে হবে। আপনি যদি আপনার বন্ধুদের ( Friends ) রেফার করতে পারেন, তাহলে আপনি এই অ্যাপটির মাধম্যে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও, আপনি যদি বিভিন্ন ভিডিও দেখে ইনকাম করতে চান তাহলে আপনি এই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি এই অ্যাপ থেকে দুই বা এর চেয়ে বেশি উপায়ে টাকা ইনকাম করছেন।
আরো পড়ুনঃ গ্রামে বাড়ি করার জন্য ব্যাংক লোন?
Big Time Cash এই অ্যাপ থেকে টাকা তুলার জন্য মিনিমাম $১০ হতে হবে। যখন $১০ হয়ে যাবে সেটা আপনি নিজের পেপাল ( paypal ) একাউন্টের মাধ্যমে অথবা ব্যাংক একাউন্ট ( bank account ) এর মাধ্যমে নিয়ে নিতে পারবেন।
Bulb Smash - বাল্ব স্মাস
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ অ্যাপগুলির মধ্যে একটি হল ( Bulb Smash )৷ এই অ্যাপ্লিকেশনটি ( application ) এত সহজ যে ছোট বাচ্চারাও এই গেমটি খেলতে পারে। ( Bulb Smash ) অ্যাপ্লিকেশনের বেশিরভাগ গেম হালকা ক্র্যাকিং। শুধু আলো ( Light ) ভাঙার কাজ এই অ্যাপটিতে। অর্থাৎ light ভাঙুন আর পয়েন্ট জমিয়ে ইনকাম করুন। আপনার যখন বেশি পয়েন্ট থাকবে তখন আপনি সেই পয়েন্টগুলো বিক্রি করে বা ট্র্যান্সফার ( transfer ) করে টাকা পেতে পারেন।
আরো পড়ুনঃ পাইলট হওয়ার যোগ্যতা?
তার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর ( Google Play Store ) থেকে বাল্ব স্ম্যাশ ( Bulb Smash ) অ্যাপ্লিকেশনটি ইনস্টল ( Install ) করতে হবে। তারপর এই অ্যাপটি ওপেন করুন এবং আপনার পছন্দের গেম খেলে টাকা ইনকাম করুন। এই গেম থেকে টাকা ইনকাম করার আরেকটি উপায় হল রেফার করে। আপনার যেই বন্ধুরা গেম খেলতে ভালোবাসে তাদের এই সাথে এই অ্যাপটি রেফার করে ইনকাম করতে পারেন এবং আপনার বন্ধুরাও ইনকাম করতে পারবে।
Real money earning games in Bangladesh - শেষ কথা
এইখানে শেষ হলো আমাদের লেখা "Real money earning games in Bangladesh" এই আর্টিকেলটা। Technewsbangla.info এই ওয়েবসাইটের কনটেন্ট ক্রিয়েটররা চাই নতুন নতুন তথ্য এবং টিপস সবাইকে জানানো না শেখানোর জন্য।
আশা করি "Real money earning games in Bangladesh" এই আর্টিকেলটা আপনাদের উপকার হয়েছে। আমরা মনে করি এই আর্টিকেলে আপনাকে ভালভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি।
Real money earning games in Bangladesh এই আর্টিকেলে কোন ভুল তথ্য থাকলে বা আপনার কোন মন্তব্য বা প্রশ্ন থাকলে, আপনি অবশ্যই নিচে "Add Coment" এই লেখাটিতে ক্লিক করে আমাদের জানবেন।
গেম খেলা টাকা ইনকাম করার যেই অ্যাপ গুলি সম্পর্কে আমরা বলেছি এই গুলি আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমরা উপরে ৬ টি অ্যাপের নাম বলেছি এই অ্যাপগুলোর মধ্যে প্রায় অ্যাপ আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। কিছু অ্যাপ ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে ডাউনলোড করতে হবে।
অনেক ধরনের অ্যাপ আছে যারা টাকা দিতে চাই না মানুষকে ধুকা দেই। তার জন্য আপনি গেম খেলে টাকা ইনকাম করার আগে এই অ্যাপগুলির অনলাইন রিভিউ দেখে নিবেন। আপনার জানা মতে বাংলাদেশে বসে গেম খেলা আরো ভালো টাকা ইনকাম করা যায় এমন অ্যাপ থাকলে আমাদের কমেন্ট করে বলুন।