বন্ধ সিমের লোকেশন জানার উপায়

বন্ধ সিমের লোকেশন জানার উপায় - প্রিয় বন্ধুরা, আপনার ফোনটি যদি হারিয়ে যায় অথবা আপনার পরিবারের কারও ফোন যদি আপনি ট্র্যাক করতে চান এই ছাড়াও আপনি যদি আপনার গার্লফ্রেন্ড এর ফোনটি ট্রাক করতে চান সেই কোথায় আছে, অথবা তার লোকেশন জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটা আপনার জন্য।

বন্ধ সিমের লোকেশন জানার উপায়

আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে আপনার হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাবেন। আমাদের অনেকের ফোন হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা চাইলে আমাদের ফোনটি খুব সহজে খুঁজে বের করতে পারব তার জন্য কিছু টিপস জানা লাগবে।


যাইহোক কিছু কিছু ক্ষেত্রে একজন সাধারন মানুষের পক্ষে ফোন খুঁজে পাওয়া অসম্ভব। সেই ক্ষেত্রে পুলিশের সাহায্য নিতে হয় ফোনটি খুঁজে বের করার জন্য। তাহলে দেখে নিন বন্ধুরা আপনারা কিভাবে আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পাবেন।

সূচি পত্রঃ বন্ধ সিমের লোকেশন জানার উপায়

  • বন্ধ সিমের লোকেশন জানার উপায়
  • আই এম ই আই ( IMEI ) কি?
  • IMEI নাম্বার কিভাবে বের করে?
  • আই এম ই আই ( IMEI ) নাম্বার দিয়ে কিভাবে মোবাইল লোকেশন বের করা যায়?
  • আই এম ই আই ( IMEI ) নাম্বার দিয়ে কি মোবাইল বন্ধ করা যাবে?
  • হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার উপায়
  • Google Find My Device
  • হারিয়ে যাওয়া ফোন বন্ধ থাকলে কি খুঁজে বের করা সম্ভব?
  • লোকেশন সার্ভিস বন্ধ থাকলে হারানো ফোন খুঁজে পাওয়া যাবে কি?

বন্ধ সিমের লোকেশন জানার উপায়

বন্ধ সিমের লোকেশন জানার উপায় কি আছে? সত্যি কথা বলতে বন্ধ সিমের লোকেশন জানার কোন উপায় নেই। কারন আমরা সবাই জানি একটি মোবাইল খুঁজে বের করতে হলে মোবাইলটির লোকেশন চালু থাকা লাগবে এবং ফোনের সিমকার্ড টি অবশ্যই চালু থাকা লাগবে। যদি এই দুটি না থাকে তাহলে লোকেশন ট্রাক করা অনেক কঠিন। বলতে গেলে বন্ধ সিমের লোকেশন জানার কোন উপায় নেই।


যাইহোক আপনি চাইলে আরো কিছু উপায়ে ফোন ট্র্যাক করতে পারবেন, প্রথমতো আপনি চাইলে আইনের সাহায্য নিয়ে আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশন জেনে নিতে পারেন। অথবা আপনি চাইলে আই এম ই আই ( IMEI ) নাম্বার ট্র্যাক করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ফোনটি কোথায় বা ফোনের লোকেশন জানতে পারবেন। ( তবে এইটা নিজে করা যাবে না তার জন্য আইনের সাহায্য নিতে হয় ) এরপরেও অনেক অনেক উপায় বলে থাকে।


অনেক ক্ষেত্রে দেখা যায় ফোন চুরি করার পর চুর আপনার ফোনে থাকা সিমটি চেঞ্জ করে তার নিজের সিম ইউজ করে অথবা ফোনটি থেকে সিম খুলে নেই। যাইহোক এরপরেও চাইলেও আই এম ই আই ( IMEI ) নম্বর এর মাধম্যে ফোনটি খুঁজে পাওয়া যাবে। তার জন্য আপনি আপনার ফোনের IMEI নম্বর টি নোট করে রাখুন।

আই এম ই আই ( IMEI ) কি?

আই এম ই আই ( IMEI ) এই শব্দটির পূর্নরূপ হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি ( International Mobile Equipment Identity )। একটি মোবাইলের জন্য IMEI এই নম্বরটি অনেক গুরুত্বপূর্ন। ফোনের এই আই এম ই আই ( IMEI ) নম্বরের মাধ্যমে ফোনের মডেল থেকে শুরু করে সিরিয়াল নাম্বার সকল কিছুই বের করা সম্ভব এবং ফোনের লোকেশন জনাও সম্ভব।


ফোনের আই এম ই আই ( IMEI ) নম্বর দিয়ে মোবাইলের তথ্য জানা যাবে। এই ছাড়াও ফোনের কল লিস্ট জানা যাবে। এই ছাড়াও আপনার ফোনে বর্তমানে এবং অতীতে কোন সিম ব্যাবহার করা হয়েছে সকল তথ্য জানা যাবে। 

IMEI নাম্বার কিভাবে বের করে?

আই এম ই আই ( IMEI ) নাম্বার বের করা অনেক সহজ। তার জন্যে প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল পেড ওপেন করুন এরপর আপনি আপনার ফোনে ডায়াল পেডে টাইপ করুন *#০৬# এই কোডটি। কিভাবে করবেন নিচে একটি ছবি দেওয়া হলো।

IMEI নাম্বার কিভাবে বের করে?

এইবার কোডটি ডায়াল করার পর আপনার সামনে একটি পপ আপ পেজ শো হবে যেটি দেখতে হবে নিচের ছবিটির মতো। এই পেজে কিছু কোড দেখতে পারবেন এই কোডটি গুলি নোট করে রাখুন অথবা স্ক্রীনশট করে রাখুন। পরবর্তীতে ফোন হারিয়ে গেলে এই আই এম ই আই ( IMEI ) নাম্বার এর মাধ্যমে আপনার ফোন খুঁজে বের করতে পারেন।

আই এম ই আই ( IMEI ) নাম্বার দিয়ে কিভাবে মোবাইল লোকেশন বের করা যায়?

যাইহোক আই এম ই আই ( IMEI ) নাম্বার *#০৬# এই কোডটি ডায়াল করতে কোন টাকা খরচ হবে না। আর একটা কথা খেয়াল রাখুন যেই ফোনে *#০৬# এই কোডটি ডায়াল করার পর আই এম ই আই ( IMEI ) নাম্বার গুলি দেখা যাবে না তাহলে মনে করবেন ফোনটি নকল। এক কথায় আসল ফোনে শুধু মাত্র আই এম ই আই ( IMEI ) নাম্বার দেখা যাবে। কেনার আগে ফোনের আইএমইআই চেক করে কিনবেন।

আই এম ই আই ( IMEI ) নাম্বার দিয়ে কিভাবে মোবাইল লোকেশন বের করা যায়?

আই এম ই আই ( IMEI ) নাম্বার দিয়ে মোবাইলের লোকেশন বের করা সম্ভব তবে সাধারন মানুষদের ক্ষেত্রে এইটি অনেক টা অসম্ভব। এটি করে থাকে প্রশাসন। অর্থাৎ একমাত্র পুলিশ আই এম ই আই ( IMEI ) নাম্বার ব্যবহার করে মোবাইলের লোকেশন জানতে পারে।

আই এম ই আই ( IMEI ) নাম্বার দিয়ে কি মোবাইল বন্ধ করা যাবে?

হে! তবে সাধারন মানুষ চাইলে আই এম ই আই ( IMEI ) নাম্বার দিয়ে মোবাইল বন্ধ করতে পারবে না। শুধুমাত্র প্রশাসনের মানুষরাই / পুলিশরাই পারবে আপনার ফোনের আই এম ই আই ( IMEI ) নাম্বার দিয়ে মোবাইল বন্ধ করতে।

হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার উপায়

হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করা একজন সাধারন মানুষের ক্ষেত্রে অনেক কষ্টকর। যদি আপনার হারিয়ে যাওয়া ফোনে সিম চালু থাকে তাহলে ফোনটি খুঁজে পাওয়া অনেক সহজ। এই ছাড়াই যদি আপনার হারিয়ে যাওয়া ফোনে সিম না থাকে অথবা সিম বন্ধ থাকে তাহলে আপনি চাইলে আই এম ই আই ( IMEI ) নাম্বার দিয়ে আপনার হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাবেন। ফোনের আই ই এম আই নাম্বার ট্রাক করে জানা সম্ভব ফোনটি বর্তমানে কোথায় অবস্থিত।


যাইহোক এইবার যদি আপনার হারিয়ে যাওয়া ফোনটি বাটন মোবাইল হয় বা সাধারন মোবাইল হয় সেক্ষেত্রে এই পদ্ধতিতে ফোন খুঁজে পাওয়া একজন মানুষের পক্ষে সম্ভব নয়। সেই ক্ষেত্রে আইনের সাহায্য নিতে হয়। তার জন্য থানায় ডায়েরি করতে হবে। কারন পুলিশ চাইলে এই ফোনটি খুঁজে পাবে আপনার আই এম ই আই ( IMEI ) নাম্বার এবং মোবাইল নাম্বারের মাধ্যমে।

Google Find My Device

যাইহোক "Find My Device" এটি একটি গুগলের অ্যাপ। এই অ্যাপের মাধম্যে আপনি চাইলে খুব সহজে আপনার ফোন খুঁজে পাবেন তবে তার জন্য আপনার ফোনের কিছু সেটিং অন থাকতে হবে।


প্রথমে আপনার থেকে ডিভাইস ম্যানেজার এপ্লিকেশন ইন্সটল করে নিতে হবে গুগল প্লে-স্টোর ( Google Play Store ) থেকে। যাইহোক এই অ্যাপটি আপনার থেকে ওপেন করতে হবে এরপর আপনার থেকে ইমেইল দিয়ে (Find My Device) অ্যাপটি সাইন আপ করে নিতে হবে। এরপর আপনার সামনে একটি ম্যানেজারের ড্যাশবোর্ড ( Home Page ) চলে আসবে।

যাইহোক এখন হলো মূল কথা। যদি আপনার ফোনে ডাটা এবং লোকেশন অন থাকে তাহলে এই অ্যাপটি কাজ করবে এর আগে করবে না। যদি আপনার ফোনের ডাটা এবং লোকেশন অন করা না থাকে তাহলে আপনার ফোনটি খুঁজে ( Find ) পাওয়া যাবে না।


যাইহোক আপনার যদি অ্যাপটি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আপনি google.com/android/find এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর আপনার ফোনের একটি জিমেইল দিয়ে একটু একাউন্ট তৈরি করুন। এরপর আপনার ফাইন্ড মাই ডিভাইস ( Find My Device ) আপনার হারানোর ডিভাসটি খুঁজে বের করার চেষ্টা করুন। আপনার হারানো ফোনের ( Phone ) যদি লোকেশন ( Location ) ঠিক থাকে, সেক্ষেত্রে ম্যাপে ( Google Map ) আপনার ফোনের অবস্থান খুব সহজেই দেখতে পারবেন।

হারিয়ে যাওয়া ফোন বন্ধ থাকলে কি খুঁজে বের করা যাবে?

হারিয়ে যাওয়া ফোন বন্ধ থাকলে ফোনটি খুঁজে পাওয়া যাবে। ফাইন্ড মাই ডিভাইস "Google Find My Device" অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে খুজে পাওয়া যাবে। অর্থাৎ এই অ্যাপের মাধম্যে ফোনটির আপডেট লোকেশন জানতে পারবেন খুব সহজে।

লোকেশন সার্ভিস বন্ধ থাকলে হারানো ফোন কি খুঁজে পাওয়া যাবে?

জি না, এই ক্ষেত্রে ফোন খুঁজে পাওয়া সম্ভব না। ফোনের লোকেশন বন্ধ থাকলে Google Find My Device এই অ্যাপটি কাজ করবে না। অর্থাৎ ফোনটি আপডেট জানতে পারবেন না।

আমাদের শেষ কথা

এইখানে শেষ হলো আমাদের লেখা "বন্ধ সিমের লোকেশন জানার উপায়" এই আর্টিকেলটি। আমরা এই আর্টিকেলে IMEI নাম্বার কিভাবে বের করে, হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এই ছাড়াও আপনাদের সুবিধার কারনে আমরা উপরে একটি ভিডিও দিছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এরপরেও যদি আপনারা কিছু বুজতে না পারেন অথবা আমরা কোন ভুল তথ্য দিয়ে থাকি তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ