আমার জীবনের লক্ষ্য রচনা
আমার জীবনের লক্ষ্য রচনা - আমরা এই আর্টিকেলে আলোচনা করেছি আমার জীবনের লক্ষ্য রচনা pdf সম্পর্কে। নিচে দেওয়া আছে দুইভাবে আমার জীবনের লক্ষ্য রচনাটি। আমরা আশা করি এই রচনাটিতে সঠিক তথ্য দেওয়া হয়েছে যদিও আপনাদের কাছে মনে হয় তোমার জীবনের লক্ষ্য রচনা এই আর্টিকেলে ভুল তথ্য দেওয়া আছে তাহলে ক্ষমা করবেন এবং কমেন্ট করে আমাদের জন্য।

আপনারা যারা গুগলে সার্চ করেন - আমার জীবনের লক্ষ্য রচনা class 3, আমার জীবনের লক্ষ্য রচনা class 4, আমার জীবনের লক্ষ্য রচনা class 8, আমার জীবনের লক্ষ্য রচনা শিক্ষক, আমার জীবনের লক্ষ্য রচনা class ২, তোমার জীবনের লক্ষ্য রচনা pdf, তোমার জীবনের লক্ষ্য রচনা class 6, তোমার জীবনের লক্ষ্য রচনা class 7, এই গুলি লিখে তাদের জন্য এই আর্টিকেলটা।
আমার জীবনের লক্ষ্য রচনা - তোমার জীবনের লক্ষ্য রচনা
সূচনাঃ মানব জীবন ক্ষণস্থায়ী। এ ক্ষণস্থায়ী জীবনে তার অনেক আশা, অনেক প্রত্যাশা। জীবনটাকে মানুষ চায় সাফল্যের পুষ্প পল্লবে ভরে দিতে চায় কলেবরে বিকশিত করতে। আর লক্ষ্য হচ্ছে মানব জীবনের সাফল্যের সোপান। লক্ষ্যহীন জীবন কান্ডারীবিহীন তরণীর ন্যায়। তাই জীবনের সফলতা লাভে এক স্থির লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হতে হয়।
এক সময়ের ভাবনা
এক সময়ের ভাবনাঃ এক সময় নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক কিছুই ভাবতাম। ভাবতাম, আমি একজন বড়লোক হবো, বৈজ্ঞানিক হবো, চিকিৎসক হবো, প্রকৌশলী হবো ইত্যাদি। তারপর মনে পড়ত তাতে দেশের আপামর জনসাধারণের কতটুকুইবা লাভ। বড়লোক বা ভাগ্যবান বলে তারা আমার দিকে বিস্ময়ে তাকাবে কিন্তু আমাকে তো আপন করে নিতে পারবে না।
আমার লক্ষ্য
আমার লক্ষ্যঃ আমার জীবনের লক্ষ্য স্থির করতে গিয়ে অনেক ভাবতে হয়েছে, অনেক চিন্তা করতে হয়েছে। তারপর হঠাৎ একদিন আমার পিতামাতা ও আত্মীয় স্বজনদের অমতে আমার জীবনের লক্ষ্য স্থির করে ফেললাম। আজকের দৃষ্টিতে আমার লক্ষ্যটা অনেকের কাছেই হয়তো গ্রহণযোগ্য হবে না। এ লক্ষ্য বিপুল সম্পদ অর্জনের লক্ষ্যে পরিচালিত নয়। আমার এ লক্ষ্য হচ্ছে একজন শিক্ষক হওয়ার বাসনা মাত্র। তাও কোন এক মাধ্যমিক স্কুলে। আমার এ বাসনা সকলের কাছে না হলেও অন্ততঃ গুণীজনের কাছে সাধুবাদ পাবে।
অভিভাবকগণের মতামত
অভিভাবকগণের মতামতঃ আমার জীবনের লক্ষ্য নির্বাচনে আমার অভিভাবকদের অনেকেই বিস্মিত। এমনকি আমার শিক্ষক মন্ডলীও। আমার পিতামাতা ও আত্মীয়স্বজন চেয়েছিল আমি জীবনে বেশি অর্থ উপার্জন করব- বড়লোক হব। তাই তাদের ইচ্ছা আমি ইঞ্জিনিয়ার হই। আমার এ সিদ্ধান্তে তাঁদের খারাপ লাগলেও একদিন তাঁরা আমার এ সিদ্ধান্তকে মূল্যায়ন করলে এ বিশ্বাস আমার রয়েছে।
এরূপ লক্ষ্য নির্বাচনের কারণ
এরূপ লক্ষ্য নির্বাচনের কারণঃ আমাদের চারপাশের জনগণ নানা = দুঃখ দুর্দশায় জর্জরিত। রোগ, শোক, অভাব-অনটন তাদের নিত্য সঙ্গী। উন্নত জীবনের আশা তারা করতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে তাদের কোন ফরিয়াদ নেই, নেই কোন প্রতিবাদ। যে কোন অবস্থাতেই তারা নিশ্চল, নিশ্চুপ। শুধু শিক্ষার অভাবেই তাদের এ অবস্থা। শিক্ষার অভাবে তারা সুন্দর, নির্মল ও সৎ জীবনের সন্ধান - পায়নি। তাই এ অজ্ঞ সমাজের প্রতি লক্ষ্য করে স্থির করেছি, আমি একজন শিক্ষক হবো। কারণ শিক্ষকই এ সমস্যার সমাধান দিতে পারে। শিক্ষক হয়ে এ দেশের অবহেলিত সমাজকে অজ্ঞতার অন্ধকার থেকে রক্ষা করবো তাদের মাঝে জ্বালিয়ে দেবো শিক্ষার আলো। তারা খুঁজে পাবে উন্নত জীবনের সন্ধান।
কর্মজীবন
কর্মজীবনঃ এস, এস, সি পাসের পর কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজ - থেকে আই এ এবং বি এ পাস করবো। তারপর বাংলাদেশের যে কোন শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে প্রশিক্ষণ নেবো। প্রশিক্ষণ শেষে আমি আমার গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে যোগদান করবো। গ্রামের প্রতিটি ছেলে মেয়ে যাতে শিক্ষার সুযোগ পায় সে ব্যবস্থা করবো। এমনকি বয়স্কদের বিনা বেতনে এ শিক্ষাদানে নৈশ বিদ্যালয় স্থাপন করবো।
সাফল্য লাভ
সাফল্য লাভঃ আমার একক জীবনের সামান্য প্রচেষ্টায় হয়তো আমি বিরাট সাফল্য নিজের চোখে দেখতে পাবো না। কিন্তু আমি যদি আমার শিক্ষার্থী ছাত্রদেরকে আমার ব্রতে দীক্ষিত করে যেতে পারি তবেই আমি ধন্য হব। যে দিন এ আমার শিক্ষা ও অনুপ্রেরণায় এ অজ্ঞ সমাজ হতে শত শত বৈজ্ঞানিক, শত শত সাহিত্যিক, শত শত রাজনীতিবিদ বেরিয়ে এসে এদেশের মুখ উজ্জ্বল করবে সেদিনই আমার জীবনে আসবে চরম সার্থকতা।
উপসংহার
উপসংহারঃ উচ্চাকাঙ্খা পরিহার করে একটু হিসেব করে চললে আমার মনে। হয় এ পেশা প্রত্যেকটি শিক্ষকের জীবনে আনতে পারে নজিরবিহীন সফলতা। তাছাড়া শিক্ষক হলো সমাজের স্বীকৃত বিবেক। যদি কোন জাতি এ সম্প্রদায়ের মর্যাদা দানে - অপারগ হয়, তবে একদিন না একদিন তাকে এ ভুলের মাশুল দিতেই হবে।

অন্যান্য আর্টিকেল !!
আমার জীবনের লক্ষ্য রচনা class 3 - আমার জীবনের লক্ষ্য রচনা class 4
সূচনাঃ ‘একটি লক্ষ্য' বলতে জীবনের একটি নির্দিষ্ট পেশা বা উদ্দেশ্যকে বুঝি। সঠিকভাবে পেশা গ্রহণের উপর জীবনের সফলতা ব্যাপকভাবে নির্ভর করে। অতএব বিজ্ঞতা ও সচেতনতার সাথে প্রত্যেকের পেশা পছন্দ করা উচিত।
জীবনের লক্ষ্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ
জীবনের লক্ষ্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহঃ চারটি জিনিস মানুষের জীবনের লক্ষ্যের উপর প্রভাব বিস্তার করে থাকে। প্রথমত, প্রত্যেক মানুষই একজন স্নেহশীল স্ত্রী এবং বুদ্ধিমান ও বাধ্যগত ছেলেমেয়েসহ সংসার জীবন কামনা করে। এগুলো সর্বশক্তিমানের দেওয়া শ্রেষ্ঠতম আশীর্বাদ। দ্বিতীয়ত প্রত্যেকেই সম্পদ চায়। তৃতীয়ত, প্রত্যেক মানুষই সুনাম-সুযশ কামনা করে। চতুর্থ উপাদান হল ক্ষমতা যার জন্য সকলেই আকাঙ্ক্ষিত।
লক্ষ্যের প্রকারভেদ
লক্ষ্যের প্রকারভেদঃ পছন্দ ও সামর্থ্যের বিচারে মানুষের মধ্যে বিভিন্নতা লক্ষণীয়। সুতরাং বিভিন্ন মানুষের জীবনে ডাইং বিভিন্ন প্রকার লক্ষ্য আছে। কেউ প্রকৌশলী হতে চায়, কেউ বড় কর্মকর্তা হতে চায়, কেউ বা ডাক্তার আবার কেউ বা সমাজকর্মী হতে চায়। জীবনের লক্ষ্য স্থির করা সহজ ব্যাপার নয়। লক্ষ্য স্থির করার সময় নিজ পছন্দ ও সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখা উচিত।
আমার লক্ষ্য
আমার লক্ষ্যঃ নানা দিক বিচার-বিবেচনার পর সমাজকর্মী হবার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের শতকরা ৯০ জন গ্রামে বাস করে। তারা অশিক্ষিত এবং অধিকাংশই গরিব। তাদের সাহায্যের প্রয়োজন।
উদ্দেশ্য পূরণের পরিকল্পনা
উদ্দেশ্য পূরণের পরিকল্পনাঃ কৃষকদের সাহায্য করাই আমার উদ্দেশ্য। গ্রাম্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করব। আধুনিক পদ্ধতিতে চাষাবাদের উপায় তাদের শিখানোর ব্যবস্থা করব। আদর্শ স্কুল স্থাপন করব। সেখানে কৃষকের ছেলেমেয়েরা পড়াশুনা করবে। বয়স্কদের নৈশ স্কুল খুলে তাদের শিক্ষা দান করব। এভাবে নিরক্ষরতা দূরীকরণ করতে সাহায্য করব। গ্রামবাসীদেরকে সকল উপায়ে সাহায্য করাই আমার লক্ষ্য। আমাদের কৃষকেরা অশিক্ষিত। এখনো তারা নিজেদের হাতের তৈরী যন্ত্রপাতি কৃষিকাজে ব্যবহার করে। তারা কৃষিকাজে বৈজ্ঞানিক পদ্ধতি জানেনা।
উপসংহার
উপসংহারঃ লক্ষ্যহীন মানুষ হালবিহীন নৌকার মত। সুতরাং প্রত্যেকের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। জীবনের উদ্দেশ্য ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না।