এল এল বি ভর্তি যোগ্যতা
এল এল বি ভর্তি যোগ্যতা - আমরা অনেকে এল এল বি কোর্স করতে চাই। অনেকে এল এল বি তে ভর্তি হতে ইচ্ছুক। তারা আজকে এই আর্টিকেলে জেনে নিন এল এল বি তে ভর্তি হতে কি কি যোগ্যতা থাকা দরকার।

আমরা আজকে এই আর্টিকেলে আলোচনা করবঃ এল এল বি ভর্তি যোগ্যতা, এল এল বি তে ভর্তির যোগ্যতাকী, চার বছর মেয়াদি - এল এল বি ভর্তি যোগ্যতা, এল এল এম এর পূর্ণরূপ কি, এল এল বি পড়ার খরচ, এল এল বি কম খরচে, আইন নিয়ে পড়লে কি কি হওয়া যায়, এল এল বি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ ইত্যাদি।
তাহলে জেনে নিন এল এল বি ভর্তি যোগ্যতা সম্পর্কে।
এল এল বি ভর্তি যোগ্যতাঃ
আমাদের ইচ্ছা বা অনেকের ইচ্ছা থাকে আইন বিষয়ে পড়াশোনা করার তাদের থেকে অব্যশই এল এল বি কোর্স করতে হবে। আমাদের প্রায় দীর্ঘ চার বছর পড়াশোনা করতে হবে একজন প্রফেশনাল আইনজীবী হতে হলে। অন্যান্য কোর্স এর চেয়ে আইন বিষয়ে পড়াশোনা বা এল এল বি কোর্স আলাদা হয়ে থাকে।
আরো পড়ুনঃ গ্রামে বাড়ি করার জন্য ব্যাংক লোন?
যাইহোক আইন বিষয়ে পড়াশোনা করতে আমাদের এল এল বি ভর্তি যোগ্যতা থাকা লাগবে। দীর্ঘ চার বছর পড়াশোনা করতে হবে এলএলবি কোর্স শেষ করার জন্য এইটি জানানো হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে। তার জন্য আপনি চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্স শেষ করতে পারেন। এইখানে সম্পূর্ন সরকারি অর্থায়নে চালু করা হবে এই এলএলবি কোর্স।
এল এল বি তে ভর্তির যোগ্যতা কী?
এল এল বি তে ভর্তি হওয়ার জন্য এসএসসি (SSC) যেকোন বিষয় হলে হয়। তবে এইচএসসি (HSC) বিভাগে মানবিক বা বানিজ্য বিভাগ থাকলে ভালো হলো এবং এই দুইটা বিভাগ মিলে 7.5 পয়েন্ট লাগে।
যাইহোক এসএসসি (SSC) এবং এইসএসসি (SSC) মিলে মোট মানবিক থেকে ৭.০০ থাকা লাগবে আর বানিজ্য বিভাগ থেকে ৭.৫০ থাকা লাগবে। যদিও আপনি এইসব যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে আপনার থেকে ভর্তি পরিক্ষার রেজাল্ট প্রর্থম দিকে থাকতে হবে তাহলে আপনি ভর্তি হতে পারবেন এল এল বি তে।
আরো পড়ুনঃ ক্যাডেট কলেজে পড়ার খরচ?
যাইহোক আপনি যদি এল এল বি তে ভর্তি হতে পারেন তাহলে আপনার থেকে দীর্ঘ চার বছর পড়াশোনা করতে হবে এলএলবি কোর্স শেষ করার জন্য।
চার বছর মেয়াদি - এল এল বি ভর্তি যোগ্যতাঃ
চার বছর মেয়াদি এল এল বি কোর্স শেষ করার জন্য আপনার যেইসব যোগ্যতা থাকা লাগবে সেইগুলি হলোঃ
এল এল বি তে ভর্তি জন্য এসএসসি (SSC) পরীক্ষার নূন্যতম জিপিএ
১. মানবিক বিভাগ: ৩.৫০
২. বিজ্ঞান বিভাগ: ৩.৫০
৩. ব্যবসায় শাখা: ৩.৫০
এল এল বি তে ভর্তি জন্য এইচএসসি (HSC) পরীক্ষার নূন্যতম জিপিএ
১. মানবিক বিভাগ: ৩.০০
২. বিজ্ঞান বিভাগ: ৩.০০
৩. ব্যবসায় বিভাগ: ৩.০০
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে এল এল বি কোর্স শেষ করার জন্য দীর্ঘ চার বছর পড়াশোনা করতে হবে এবং আরো জানানো হয়েছে যেকোনো শাখা বা বিভাগ থেকে এলএলবি কোর্সে ভর্তি হতে পারবে।
আরো পড়ুনঃ m নামের মেয়েরা কেমন হয়?
দুটি পর্যায়ে এলএলবি কোর্স শেষ করানো হবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে। তার মধ্যে একটি পর্যায় হলো সাপ্তাহিক তিনটি ক্লাস করতে হবে যারা শিক্ষার্থী তাদের। আরেকটি হলো চাকরিজীবী দের কথা চিন্তা করে বলা হয়েছে তারা চাইলে শুধু শুক্রবার ও শনিবার ক্লাস করতে পারবেন।
যাইহোক আমরা মনে করি এতক্ষণে আপনি জেনে গেছেন এল এল বি তে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে। এখন আপনাদের মনে একটি প্রশ থাকতেই পারে এলএলবি কোর্স কিভাবে করতে পারবো।
যাইহোক আপনি যদি এলএলবি কোর্স করতে চান তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন এইটা বাধ্যতমূলক। অনলাইনে আবেদন করে আপনি এলএলবি কোর্স এর জন্য প্রস্তুতি নিতে পারেন।
আরো পড়ুনঃ পাইলট হওয়ার যোগ্যতা
তবে এলএলবি কোর্স এর জন্য প্রস্তুতি নেওয়ার আগে বা আবেদন করার আগে আপনার থেকে এল এল বি ভর্তি যোগ্যতা অর্জন করতে হবে। আপনি এল এল বি ভর্তি যোগ্যতা অর্জন করতে পারলে তারপর আবেদন করতে পারেন।
মোট ১২০ ক্লাস বা এর চেয়ে বেশি ক্লাসের মাধ্যমে এল এল বি কোর্স শেষ হবে তার জন্য সময় লাগবে প্রায় ৪ বছর। আর আপনার থেকে প্রতিটা ক্লাসে অংশগ্রহন করতে হবে। যারা চাকরি করেন তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। যারা পড়াশুনা করেন বা চাকরি করেন তারা চাইলে সাপ্তাহিক দুটি ক্লাস করতে পারবে।
এল এল এম এর পূর্ণরূপ কি?
এল.এল.বি ( LLB ) এর পূর্ণরূপ হলো ব্যাচেলর অফ ল'স (Bachelor Of Laws)। তবে অনেকে অনেক সময় একে বি.এল (B.L) ও বলে।
এল এল বি পড়ার খরচঃ
এল এল বি পড়ার খরচ প্রতিষ্ঠানভেদে ভিন্ন হয়ে থাকে। তবে আপনি বাংলাদেশ থেকে এল এল বি কোর্স শেষ করতে চান তাহলে আপনার থেকে মোটামোটি ৩ লাখ থেকে ৫ লাখ টাকা খরচ হবে। আপনি ইচ্ছা করলে সরকারি কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করতে পারেন এতে টাকা অনেক কম। টাকা খরচ হবে না বললেই চলে। তবে সরকারি কোন প্রতিষ্ঠানে পড়ার জন্য অনেক যোগ্যতা অর্জন করতে হবে। এইখানে অনেক প্রতিযোগিতা রয়েছে।
এল এল বি কম খরচেঃ
আপনার যদি ৩ থেকে ৫ লাখ টাকায় এল এল বি পড়ার সামর্থ্য না থাকে তাহলে সরকারি ভাবে কোর্স করতে হবে। আমরা আগেই বলছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যারা কম টাকায় এল এল বি পড়তে চান তারা চার বছর মেয়েদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি কোর্স করতে পারেন।

যাইহোক আপনি যখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি কোর্সের জন্য ভর্তি হবেন তখন আপনার থেকে অনেক যোগ্যতা অর্জন করতে হবে। তার মধ্যে একটি এইচএসসি পাস হতে হবে এইটা আপনার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা। এই ছাড়াও যেকোনো বিভাগ থেকে ভালো পাশ করতে হবে এইগুলো উপরে আলোচনা করা হয়েছে।
আরো পড়ুনঃ কিস্তিতে হাইস গাড়ি?
এই ছাড়াও আরো উপায় রয়েছে কম খরচে এল এল বি কোর্স করতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স করতে পারেন। এক কথায় আমরা বলব আপনি সরকারি কোন প্রতিষ্ঠান থেকে কম খরচে এল এল বি পড়তে পারেন।
আইন নিয়ে পড়লে কি কি হওয়া যায়?
অনেকে মনে করে আইন নিয়ে পড়লে শুধু আইনজীবী হওয়া যায়। আসলে এইটা সম্পূর্ন ভুল ধরনা। নিচে দেওয়া হলো আইন নিয়ে পড়লে কি কি হওয়া যায়ঃ
১. (জজ বা ম্যাজিস্ট্রেট) - বিজেএস ক্যাডার
২. বিসিএস ক্যাডার
৩. শিক্ষকতা
৪. সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌ বাহিনী
৫. ব্যাংক
৬. বীমা
৭. কোম্পানি
৮. শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান
৯. ন্যাশনাল ও মাল্টি ন্যাশনাল কোম্পানি
১০. রিয়েল এস্টেট কোম্পানি
১১. সরকারি বেসরকারি এনজিও
১২. মানবাধিকার সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান
১৩. আন্তর্জাতিক সংস্থা, বিদেশী দূতাবাস
১৪. সরকারি ও স্বায়ত্ত্বশাসিত কমিশন ও প্রতিষ্ঠান
১৫. গার্মেন্টস অডিট ও কমপ্লায়েন্স
১৬. রাজনীতী অথবা পলিটিক্স
১৭. আইনজীবী

এল এল বি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ঃ
বাংলাদেশ উন্মুক্ত শিক্ষা বোর্ড কিছুদিন আগে এল এল বি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদী কোর্স করা লাগে। আপনি যদি আইন বিষয়ে পড়তে চান তাহলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদী কোর্স করতে পারেন। যাইহোক আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোর্স করেন বা অন্য প্রতিষ্ঠানে কোর্স করেন আপনার থেকে যোগ্যতা অর্জন করতে হবে যেইগুলো আমরা উপরে আলোচনা করেছি।
আপনি বাংলাদেশ উন্মুক্ত শিক্ষা বোর্ড এর মাধ্যমে এল এল বি কোর্স করতে চান তাহলে আপনার থেকে অনলাইন আবেদন করতে হবে। তার জন্য এমন কোন দোকানে গিয়ে আবেদন করতে পারেন যেইখানে দোকানদার এই বিষয়ে কাজ করে থাকে। অথবা আপনি চাইলে ঘরে বসে করতে পারেন।
আরো পড়ুনঃ ইন্দোনেশিয়ার মেয়েরা কেমন?
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন আবেদন ফী ২৫০ টাকা। এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে এল এল বি তে ভর্তি হওয়ার জন্য কিভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়।
এল এল বি ভর্তি যোগ্যতা - শেষ কথাঃ
এইখানে শেষ হলো আমাদের লেখা "এল এল বি ভর্তি যোগ্যতা" এই আর্টিকেলটা। technewsbangla.info এই ওয়েবসাইটের কনটেন্ট ক্রিয়েটররা চাই নতুন নতুন তথ্য এবং টিপস সবাইকে জানানো বা শেখানোর জন্য।
আমরা এই আর্টিকেলে আলোচনা করেছি এল এল বি তে ভর্তি যোগ্যতা কি সেই সম্পর্কে। আমরা আশা করি আপনি এল এল বি ভর্তি যোগ্যতা আমাদের এই আর্টিকেলে জানতে পড়েছেন আপনার সকল তথ্য।
এল এল বি তে ভর্তির যোগ্যতাকী এই আর্টিকেলে কোন ভুল তথ্য থাকলে নিচে "Add Comment" এই লেখাটিতে ক্লিক করে আমাদের জানান।
Onek Dhonnobad.
স্বাগতম!