Huawei কোন দেশের কোম্পানি - Huawei কোম্পানির মালিক কে
Huawei কোন দেশের কোম্পানি - Huawei Technologies Co. এটি চীনা কোম্পানি যেটি প্রতিষ্টা করা হয়েছে ১৫ সেপ্টেম্বর ১৯৮৭। এই কোম্পানির মালিক রেন চেংফেই তিনি হলেন একজন ইঞ্জিনিয়ার। Huawei কোম্পানীর নাম দিয়েছে রেন চেংফেই। এই কোম্পানীর কর্মী সংখ্যা ১৯৪,০০০ জন ( ২০১৯ সালের তথ্য অনুযায়ী )।
![]() |
Huawei Technologies Co. এটি চীনা কোম্পানি |
Huawei কোম্পানিটির চেয়ারম্যান লিয়াং হুয়া এবং ডেপুটি চেয়ারওম্যান ও সিএফও মেং ওয়ানঝো। এই কোম্পানি সদরদপ্তর শেনচেন, কুয়াংতুং ( চীনে )।
এই কোম্পানিটি বিক্রি করে থাকে টেলিকমিউনিকেশনের সরঞ্জাম, বিভিন্ন স্মার্ট ডিভাইস ডিজাইন, কনসিউমার ইলেকট্রনিক্স এবং ডেভেলপ। শুধু চীন না চীনের বাইরে Huawei এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড।
আরো পড়ুনঃ অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি?
আমরা আপনাদের আরো যা জানানোর চেষ্টা করব সেইগুলি হলো; HUAWEI কোম্পানির মালিক কে, হওয়ায় কোম্পানির ইতিহাস, Huawei কোন দেশের কোম্পানি, Huawei কোম্পানির নামকরণ কিভাবে হয়, Huawei কোম্পানীর অংশীদার কারা, Huawei কয়টি ব্যবসায়িক অংশে সংগঠিত, Huawei কোম্পানিটি কোন সেবা দিয়ে থাকে ইত্যাদি এইগুলি সম্পর্কে। আপনাদের কাছে অনুরুদ আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে অনেক তথ্য জানতে পারবেন।
Huawei কোন দেশের কোম্পানি ? - Huawei company country
Huawei কোন দেশের কোম্পানি - আগেই বলা হয়েছিল Huawei মূলত চীন দেশের কোম্পানি। Huawei Technologies একটি চীনা বহুজাতিক প্রযুক্তি কর্পোরেশন। Huawei Technologies এই কোম্পানীর সদর দপ্তর হলো গুয়াংডং এবং শেনজেন যা চীনে অবস্থিত।
![]() |
Huawei কোন দেশের কোম্পানি ? |
প্রায় ১৭০ টিরও বেশি দেশে Huawei কোম্পানি তাদের পণ্য ও পরিষেবা প্রদান করে। তারা বিভিন্ন স্মার্ট ডিভাইস এবং ভোক্তা ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করে থাকে।
আরো পড়ুন - নোকিয়া বাটন মোবাইলের দাম কত?
Huawei এই কোম্পানিটা ১৫ সেপ্টেম্বর ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় ( শেনজেন, চীন ) । বিশ্বব্যাপি এর প্রচুর চাহদি রয়েছে।
বিশ্বের বৃহত্তম টেলিকমিউনিকেশন সরঞ্জাম প্রস্তুতকারক হিসাবে ছিলেন এরিকসন ২০১২ সালে তাকে ছাড়িয়ে যায় Huawei।
শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে সেরা কোম্পানি অ্যাপলকে পর্যন্ত ছাড়িয়ে যায়। ২০১৮ সালের দিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক স্যামসাং ইলেকট্রনিক্স ছিলেন এর পরই স্থান পায় Huawei কোম্পানি।
আরো পড়ুনঃ গরুর খামার করতে ব্যাংক লোন?
২০২০ সালে Huawei কোম্পানি মোট সম্পদের পরিমাণ ছিল US$১৩৪.০১ বিলিয়ন এবং তাদের মোট কর্মচারী ১৯৭,০০০ জন।
২০২০ সালের ফোন বিক্রির সংখ্যায় HUAWEI কোম্পানি অনেক এগিয়ে ছিল এমনকি Samsung এবং Apple এর মতো কোম্পানি পর্যন্ত পেছনে পড়ে থাকে।
হাওয়াই কোম্পানীর পণ্য বেশি বিক্রি হয়ে থাকে চীন এবং ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার এই দেশ গুলির মধ্যে।
মানুষ একজন আরেক জনকে কল করতে , বার্তা পাঠাতে বা ইন্টারনেট সার্ফ করতে প্রায় বিশ্বের জনসংখ্যার ৩ বিলিয়নেরও বেশি মানুষ ব্যাবহার করে থাকে HUAWEI এর বিভিন্ন স্মার্টফোন।
Huawei কোম্পানির মালিক কে ? - huawei company owner
Huawei কোম্পানির মালিক কে - Huawei কোম্পানির মালিক হলেন রেন চেংফেই ( REN ZHENGFEI ) তিনি হলেন একজন চীনা উদ্যোক্তা। রেন চেংফেই তিনি হলেন একজন ইঞ্জিনিয়ার। তিনি HUAWEI Technologies এই কোম্পানীর প্রতিষ্ঠাতা এবং সি ই ও (CEO)।
![]() |
Huawei কোম্পানির মালিক কে ? |
Ren Zhengfei তিনি জন্ম গ্রহন করেন ২৫ অক্টোবর ১৯৯৪ সালে। তিনি গুইঝো প্রদেশের ঝেনিং কাউন্টিতে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৮৭ সালে Huawei Technologies এই কোম্পানি প্রতিষ্ঠা করেন।
তিনি ২০০০ সালে ফোর্বস ম্যাগাজিন চীনের 50 জন ধনী ব্যক্তির মধ্যে তৃতীয় স্থান অধিকার অর্জন করেছিলেন।
আরো পড়ুনঃ সরকারি নার্সিং কলেজে ভর্তি যোগ্যতা?
বিশ্বের স্মার্টফোন দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী সংস্থা এবং টেলিকমিউনিকেশন সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি হলো Huawei Technologies কোম্পানির প্রতিষ্ঠাতা রেন চেংফেই।
ভারতে একজন Huawei কোম্পানী নতুন CEO হিসেবে নিযুক্ত হন তার নাম ডেভিড এলআই ( DAVID LI )। তার আগে যিনি CEO হিসেবে ছিলেন তিনি হলেন JAY CHEN এখন তার পরিবর্তে DAVID LI কে নতুন CEO নিযুক্ত করেছে।
আরো পড়ুন - শাওমি সবচেয়ে কম দামি ফোন!
তবে JAY CHEN কে এখন HUAWEI-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের দায়িত্ব দিয়েছে।
JAY CHEN এর আগে ভারতের অন্যান্য কোম্পানির সাথে কাজ করেছিলেন এবং তিনি ২০১৫ সালে স্থানীয় বাজারের CEO হওয়ার আগে বিভিন্ন কোম্পানির হয়ে ভারতীয় বাজারে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিলেন।
এখন তার স্থান পেয়েছেন ভারতীয় নাগরিক David Li ( ডেভিড এলআই )। এখন আমি নিচে আলোচনা করব Huawei কোন দেশের কোম্পানি সেই সম্পর্কে।
History - হওয়ায় কোম্পানির ইতিহাস
History - হওয়ায় কোম্পানির ইতিহাস - Huawei Technologies Co. Ltd. এই কোম্পানি প্রচুর চাহিদা রয়েছে। Huawei কোম্পানিটি প্রধান সদর চীনে। ১৯৮৭ সালে রেন ঝেংফেই দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল Huawei Technologies এই কোম্পানি।
Huawei কোম্পানির প্রধান ব্যাক্তি রেন ঝেংফেই। যার দ্বারা তৈরি হয়েছে Huawei Technologies এই কোম্পানি। প্রাথমিকভাবে এই কোম্পানী ফোন, সুইচ তৈরি করে থাকত।
১৭০ টিরও বেশি দেশ এবং এলাকায় তাদের পণ্য বিক্রি হয়ে থাকে। ১ম কয়েক বছর হংকং থেকে আমদানি করা PBX সুইচ পুনরায় অন্যত্র বিক্রি করত Huawei এই কোম্পানিটি। এর কিছু বছর পর প্রায় ১৯৯০ সালের দিকে কোম্পানিটি তাদের নিজস্ব প্রযুক্তি তৈরির জন্য গবেষণা শুরু করল। তখন এই কোম্পানিটির কর্মী ছিল প্রায় ৬০০ জন ২০২০ সালে এসে এই কর্মী সংখ্যা দাঁড়ায় ১৯৪,০০০ জন।
আস্তে আস্তে Huawei কোম্পানি তাদের ব্যবসা বাড়াতে থাকে বিভিন্ন গেজেট তৈরি করা এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা ইত্যাদি।
আরো পড়ুনঃ এল এল বি ভর্তি যোগ্যতা?
প্রায় ১৯৯১ - ৯২ সালের দিকে কোম্পানিটি একটি চুক্তি সই করে পিপলস লিবারেশন আর্মির জন্য প্রথম জাতীয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তৈরির জন্য। এইভাবে আস্তে আস্তে কোম্পানিটি তাদের পরিচিত লাভ করে।
এরপর প্রায় ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের কর্মী সংখ্যা বেড়ে ছিল ১৯,৪০০০জন।
Huawei কোম্পানিটি ব্যাবসার জন্য প্রথম মোবাইল ফোন তৈরি করে ২০০৩ সালে । এরপর কোম্পানিটি তাদের প্রথম মোবাইল HUAWEI C300 এই মডেলের ফোনটি বিদেশের বাজারে নিয়ে আসে।
সবচাইতে লাভ জনক কথা এই কোম্পানিটি ২০১৮ সালের মধ্যে, ২০০ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করে। যার কারনে কোম্পানির আয় $৫২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
আরো পড়ুনঃ গ্রামে বাড়ি করার জন্য ব্যাংক লোন?
শুধু তাই নয় ঠিক ঐ বছরে অর্থাৎ ২০১৮ সালে কোম্পানিটি ঘোষণা করে তারা বিশ্বব্যাপী তাদের পণ্য বিক্রি করে $১০৫.১ বিলিয়ন আয় করেছে। ঠিক ১ বছর পর ( ২০১৯ সালে ) কোম্পানিটি আবারও ঘোষনা করে তারা ১২২ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
আবারও ১ বছর পর ( ২০২০ সালে ) কোম্পানিটি বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হয়ে ওঠে। যা স্যামসাং এবং অ্যাপেল এর মতো কোম্পানিকে ছাড়িয়ে যায়।

প্রশ্ন এবং উত্তর - (Huawei)
Huawei কোম্পানির নামকরণ কিভাবে হয়?
কোম্পানির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। তাই বলা যায় কোম্পানির নাম দিয়েছে রেন ঝেংফেই। Huawei নামটি এসেছে একটি স্লোগান থেকে, যার অর্থ হল "চীনের প্রতিশ্রুতি আছে"। এই শ্লো গানটি তিনি দেখতে পাই দেয়ালে।
যখন তিনি কোম্পানি শুরু করছেন তখনই এই ঘটনাটি ঘটে। কোম্পানি শুরু করার আগে একটি নাম দরকার ঠিক তখন তিনি দেয়ালে একটি স্লোগান দেখতে পান। সেইখান থেকে আসে Huawei নামটি।
আরো পড়ুনঃ m নামের মেয়েরা কেমন হয়?
তিনি দেওয়ালে যেই নামটি দেখতে পান বা যেই স্লোগান টি দেখতে পান সেটি হলো "ঝংহুয়া বা হুয়া" একটি চীনা ভাষার নাম। অর্থাৎ ঝংহুয়া মানে চীন এবং হুয়া / ইউওয়েই মানে "প্রতিশ্রুতি/প্রতিশ্রুতি দেখানো"। আর হুয়াওয়েকে অর্থ "চমৎকার কৃতিত্ব"। এই ভাবে Huawei নামটি হয়।
Huawei কোম্পানির মালিক এবং প্রতিষ্ঠাতা কে?
আগেই বলছি Huawei কোম্পানির মালিক এবং প্রতিষ্ঠাতা হলো রেন ঝেংফেই যায় জন্ম ২৫ অক্টোবর ১৯৯৪ সালে। তিনি গুইঝো প্রদেশের ঝেনিং কাউন্টিতে জন্ম গ্রহন করেন।
Huawei কোন দেশের কোম্পানি?
Huawei চীন দেশের কোম্পানি।
Huawei কোম্পানির কর্মী সংখ্যা কত ?
২০২০ সালের তথ্য অনুযায়ী Huawei কোম্পানির মোট কর্মী সংখ্যা ১ লাখ ৯৪ হাজার (১৯৪,০০০) জন।
Huawei কোম্পানি কিভাবে স্যামসাং এবং অ্যাপলকে ছাড়িয়ে যায় ?
স্যামসাং এবং অ্যাপেল কে ছড়িয়ে যাওয়ার প্রধান কারণ হলো কোভিড-১৯ মহামারীর। করোনা ভাইরাসের কারনে স্যামসাং-এর বিশ্বব্যাপী বিক্রি কমে এবং অ্যাপেল কোম্পানিরও একই অবস্থা। সেই সময় বাজারে Huawei কোম্পানির চাহদি বেশি হওয়ার কারনে স্যামসাং এবং অ্যাপেল কে ছড়িয়ে যাই।
Huawei কোম্পানীর অংশীদার কারা?
বিশ্বের সেরা ৫০টি টেলিকম কোম্পানির প্রায় ৮০ শতাংশ হুয়াওয়ের সাথে কাজ করেছিল ২০১০ সালের শুরুর দিকে।
২০১৬ সালে Huawei এর সাথে একটি অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে জার্মান ক্যামেরা কোম্পানি Leica ।
২০১৯ সালের দিকে Huawei কোম্পানি সহযোগিতা করেছে চশমা কোম্পানি জেন্টল মনস্টার দের।
নভেম্বর ২০১৯ সালে Huawei Devialet- এর সাথে অংশীদার হয়।
Huawei কয়টি ব্যবসায়িক অংশে সংগঠিত?
হুয়াওয়ে তিনটি মূল ব্যবসায়িক অংশে সংগঠিত। নিচে এই গুলোর নাম সংক্ষেপে বলে দেওয়া হলো।
- ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপ।
- এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপ।
- কনজিউমার বিজনেস গ্রুপ।
- ক্লাউড এবং এআই বিজনেস গ্রুপ।
Huawei কোম্পানিটি কোন সেবা দিয়ে থাকে?
Huawei কোম্পানি যেই সেবা গুলি দিয়ে থাকে নিচে সেইগুলো সংক্ষেপে বলা হলো।
- টেলিযোগাযোগ নেটওয়ার্ক।
- ডিভাইস।
- ফোন।
- ল্যাপটপ।
- ট্যাবলেট।
- পরিধানযোগ্য।
- অটোমোবাইল।
আমাদের শেষ কথা - Huawei কোন দেশের কোম্পানি
আমরা আশা করি Huawei কোন দেশের কোম্পানি এই আর্টিকেলটা আপনি শেষ পর্যন্ত পড়েছেন। Technewsbangla.info এই ওয়েবসাইটে আমরা সবসময় চাই আপনাদের অজানা তথ্য জানানোর জন্য।
Huawei কোম্পানির মালিক কে - এই আর্টিকেলে আমরা যেই তথ্য গুলি শেয়ার করেছি তার মধ্যে কোন ভুল তথ্য শেয়ার করে থাকলে অথবা আপনাদের উপকার হয়ে থাকলে নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি জানান।