হাফিজ সালেহ আহমদ তাকরিম

হাফিজ সালেহ আহমদ তাকরিম - আশা করি আমরা সবাই হাফিজ সালেহ আহমদ তাকরিম কে চিনি। হাফিজ সালেহ আহমদ তাকরিম অনেক মেধাবী একজন ছেলে। বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অনেক পুরস্কার লাভ করে। হাফিজ সালেহ আহমদ তাকরিম কে পুরস্কার দেওয়ার সময় সৌদি গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ।

হাফিজ সালেহ আহমদ তাকরিম

হাফিজ সালেহ আহমদ তাকরিম

১৩ বছরের বাংলাদেশী কুরআনের হাফেজ সালেহ আহমদ তাকরিম। তিনি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত। সালেহ আহমদ তাকরিম ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ইরানের তেহরানে ( ৩৮তম )। 

এই ছাড়াও বাংলাদেশে ২০২০ সালে রমজান মাসে হাফিজ সালেহ আহমদ তাকরিম বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।


হাফিজ সালেহ আহমদ তাকরিম মাত্র ৯ বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্ত করেন। কিছু দিন আগে অর্থাৎ ২০২২ সেপ্টেম্বর মাসে সৌদি আরব অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ৩য় স্থান অর্জন করেন আমাদের দেশের হাফিজ সালেহ আহমদ তাকরিম। শুনা গেছে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ২৭ লাখ টাকা পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় সালেহ আহমদ তাকরিম হাতে।

  • নামঃ সালেহ আহমদ তাকরীম
  • জন্মঃ ২০০৮ সালে ৩১ ডিসেম্বর
  • বয়সঃ ১৩ বছর
  • গ্রামঃ ভাদ্রা
  • উপজেলাঃ নাগরপুর
  • জেলাঃ টাঙ্গাইল
  • জাতীয়তাঃ বাংলাদেশ
  • শিক্ষাঃ মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী
  • কর্মজীবন ২০২২
  • পরিচিতির কারণঃ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত (কোরআন হাফেজ)
  • পিতাঃ হাফেজ আব্দুর রহমান

হাফিজ সালেহ আহমদ তাকরিম ব্যক্তিগত জীবন

হাফিজ সালেহ আহমদ তাকরিম জন্ম গ্রহন করে ৩১ ডিসেম্বর ২০০৮ সালে। তিনি ভাদ্রা গ্রাম, নাগরপুর উপজেলা, টাঙ্গাইল জেলায় জন্ম গ্রহন করে। তার বাবার নাম হাফেজ আব্দুর রহমান। হাফিজ সালেহ আহমদ তাকরিম বাবা হাফেজ আব্দুর রহমান একজন মাদ্রাসার শিক্ষক। এবং তার মা একজন গৃহিণী।

হাফিজ সালেহ আহমদ তাকরিম শিক্ষা জীবন

হাফিজ সালেহ আহমদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র। ঢাকার মিরপুর ১ এ অবস্থিত এই মাদ্রাসাটি।

হাফিজ সালেহ আহমদ তাকরিম পুরস্কার ও সম্মাননা

২০২২ মার্চ মাসে ইরানে ৩৮ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হাফিজ সালেহ আহমদ তাকরিম ।

এরপর ২০২২ মে মাসে লিবিয়াতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে হাফিজ সালেহ আহমদ তাকরিম।


এরপর ২০২০ সালে বাংলাদেশে পবিত্র কুরআনের আলো বিজয়ী হোন হাফিজ সালেহ আহমদ তাকরিম।

এরপর ২০২২ সালে সৌদি আরবে সেপ্টেম্বর মাসে ৪২তম আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করে হাফিজ সালেহ আহমদ তাকরিম।

সৌদি আরবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের ১১১ দেশের ১৫৩ জন হাফেজ অংশ নেয় এই ১৫৩ জনের মধ্যে আমাদের দেশের কিং হাফিজ সালেহ আহমদ তাকরিম ৩য় স্থান অর্জন।


এই প্রতিযোগিতায় হাফিজ সালেহ আহমদ তাকরিম এক লাখ রিয়াল বাংলাদেশি টাকায় (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার পান।

৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে হাফিজ সালেহ আহমদ তাকরিম ঢাকা ত্যাগ করেন সৌদি আরবের পবিত্র কুরআন প্রতিযোগিতার বৃহৎ এ আসরে অংশ নেওয়ার জন্য।

হাফিজ সালেহ আহমদ তাকরিম - শেষ কথাঃ

এইখানে শেষ হলো আমাদের লেখা "হাফিজ সালেহ আহমদ তাকরিম" এই আর্টিকেলটি। Technewsbangla.info এই ওয়েবসাইটের কনটেন্ট ক্রিয়েটররা চাই নতুন নতুন তথ্য এবং টিপস সবাইকে জানানো বা শেখানোর জন্য।


দেশের কিং হাফিজ সালেহ আহমদ তাকরিম বিশ্ব দরবারে দেশের মান উজ্জ্বল করায় দেশের এবং বাহিরে দেশের সর্বমহল থেকে জানিয়েছেন অভিনন্দন। তার জন্য ধন্য এ দেশ। ধন্য হাফিজ সালেহ আহমদ তাকরিম এর বাবা / মা। গর্ভ হয় দেশের এবং তার বাবা - মায়ের।

আমাদের সবার আশা প্রতিটি ঘরে ঘরে হাফিজ সালেহ আহমদ তাকরিম এর মতো হাফেযে কুরআন জন্ম হোক। সবার দোয়া আশা করি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরো পড়ুনঃ